জয় ভানুশালীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পরেই কি নতুন সম্পর্কে মাহী বিজ? প্রযোজক নাদিম নাদজ়ের সঙ্গে ছবি পোস্ট করতেই এমন প্রশ্ন উঠছে। জয়ের ভাবমূর্তি বরাবরই ভদ্র ও পরিবারকেন্দ্রিক। তাই নিন্দকেরা বিচ্ছেদের জন্য মাহীকেই দায়ী করছেন। পাশাপাশি, নাদিমের সঙ্গে সম্পর্ক নিয়ে কুমন্তব্য ছুড়ে দেওয়া হচ্ছে তাঁর দিকে। কিন্তু কে এই নাদিম নাদজ়?
মাহী তাঁর পোস্টে জানিয়েছেন, নাদিম তাঁর ‘প্রিয় বন্ধু’। এই নাদিম আসলে সলমন খানেরও অতিঘনিষ্ঠ বলে জানা যায়। ভাইজান নিজেও প্রায়ই নাদিমের সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়ে কথা বলেছেন। শুধুই বন্ধু নন। নাদিমের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কও আছে সলমনের। সলমনের ছোটপর্দার প্রযোজনা সংস্থার বড় অংশ এই নাদিমের দায়িত্বে। সলমনের ছোটপর্দার যাবতীয় কাজের দেখভালও তিনিই করেন।
সলমন ও নাদিম বাল্যবন্ধু। নাদিমকে নিজের জীবনের অন্যতম অংশ বলেও দাবি করেন ভাইজান। সেই নাদিমকে নিয়েই দীর্ঘ পোস্ট করেছেন মাহী। তিনি লেখেন, “তুমি শুধু আমার প্রিয় বন্ধুই নও। তুমি আমার স্বস্তি, আমার শক্তি, আমার পরিবার। তোমার সঙ্গে আমি একেবারে আমার মতো করেই থাকতে পারি। মনের সবটা উজাড় করতে পারি। তুমি সেই ভাবেই আমাকে মেনে নিয়েছ। যতই ঝগড়া, কথা কাটাকাটি হোক, আমরা দু’জনেই জানি, মাহী ও নাদিম আসলে এক। আমাদের আত্মা পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে, যা বলে বোঝানো যাবে না”
আরও পড়ুন:
এই প্রসঙ্গে অঙ্কিতা লোখন্ডে জানিয়েছেন, নাদিম আসলে জয় ও মাহীর বাবার মতো। এই মন্তব্যে সম্মতি জানিয়েছেন জয়। নতুন বছর শুরু হতেই পাকাপাকি বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছেন জয় ও মাহী। বিবাহবিচ্ছেদের পরেও নিজেদের মধ্যে বন্ধুত্ব রাখবেন বলে জানান তাঁরা। তাই মাহী ও জয় লিখেছিলেন, “স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এই সিদ্ধান্তের নেপথ্যে কোনও খলচরিত্র নেই বা নেতিবাচকতা নেই। সব সময় পরস্পরের পাশে রয়েছি। আর তিন সন্তানের জন্য মা-বাবা হিসাবে সব সময় একসঙ্গে থাকব আমরা।”