মহিলাদের প্রিমিয়ার লিগের হাড্ডাহাড্ডি ম্যাচে জয় পেল গুজরাত জায়ান্টস। দিল্লি ক্যাপিটালসকে তারা হারাল ৪ রানে। প্রথমে ব্যাট করে অ্যাশলে গার্ডনারের দল ২০ ওভারে করে ২০৯ রান। জবাবে জেমাইমা রদ্রিগেজ়দের ইনিংস শেষ হল ৫ উইকেটে ২০৫ রানে। ব্যাট-বলে গুজরাতের জয়ের নায়ক সোফি ডিভাইন।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জেমাইমা। শুরুটা ভাল হলেও গুজরাতের ওপেনার বেথ মুনি (১৯) দ্রুত আউট হয়ে যান। দ্বিতীয় উইকেটের জুটিতে খেলা ধরে নেন ডিভাইন এবং গার্ডনার। ডিভাইন করলেন ৪২ বলে ৯৫। প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন তিনি। মারলেন ৭টি চার এবং ৮টি ছয়। গার্ডনারের ব্যাট থেকে এল ২৬ বলে ৪৯ রানের ইনিংস। ৪টি চার এবং ৩টি ছক্কা মারলেন তিনি। গুজরাতের আর কোনও ব্যাটার বলার মতো রান পেলেন না। নিয়মিত ব্যবধানে পরের উইকেটগুলি হারালেন গার্ডনারেরা।
দিল্লির হয়ে বল হাতে নজর কাড়লেন নন্দিনী শর্মা। ৩৩ রানে ৫ উইকেট তাঁর। ৪২ রানে ২ উইকেট নিলেন শ্রী চরণী। ৪৩ রানে ২ উইকেট চিনেল হেনরির। ২১ রান দিয়ে ২ উইকেট শেফালি বর্মার।
জবাবে ব্যাট করতে নেমে ভাল শুরু করে দিল্লিও। শেফালি ১৪ রান করে আউট হয়ে গেলেও দলের হাল ধরেন অন্য ওপেনার লিজ়েল লি এবং তিন নম্বরে নামা লরা উলভার্ট। লি করেন ৫৪ বলে ৮৬। ১২টি চার এবং ৩টি ছয় মেরেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার উলভার্ট করেন ৩৭ বলে ৭৭। তাঁর ব্যাট থেকে এসেছে ৯টি চার এবং ৩টি ছয়। দ্বিতীয় উইকেটের জুটিতে তাঁরা তোলেন ৯০ রান। তবে চিনেল (৭), জেমাইমা (১৫) পর পর আউট হয়ে যাওয়ায় চাপে পড়ে যায় দিল্লি। সেই চাপ কাটিয়ে জয় ছিনিয়ে নিতে পারল না জেমাইমার দল। শেষ ওভারে ৭ রান তুলতে পারল না তারা। বদলে ২ উইকেট হারাল।
আরও পড়ুন:
গুজরাতের সফলতম বোলার ডিভাইন ২১ রানে ২ উইকেট নিলেন। শেষ ওভারে তিনিই দিল্লির ২ উইকেট নিলেন বুদ্ধিদীপ্ত বোলিং করে। তাঁর কাছেই আটকে গেল দিল্লি। এ ছাড়া ৩৪ রানে ২ উইকেট রাজেশ্বরী গায়কোয়াড়ের। ৪৮ রানে ১ উইকেট কাশভি গৌতমের।