Gauri Khan

আইনি জটিলতায় শাহরুখ-পত্নী গৌরী খান, জামিন-অযোগ্য ধারায় এফআইআর দায়ের হল তাঁর নামে

বিশ্বাসভঙ্গের অভিযোগ। লখনউয়ে ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় এফআইআর দায়ের শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের নামে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০২ মার্চ ২০২৩ ১০:১৩
Share:

বিশ্বাসভঙ্গের অভিযোগে গৌরী খানের বিরুদ্ধে দায়ের অভিযোগ। ফাইল চিত্র।

মোটা অঙ্কের টাকা দিয়েও নির্ধারিত সময়ে মেলেনি ফ্ল্যাট। বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে শাহরুখ-পত্নী গৌরী খানের বিরুদ্ধে এফআইআর দায়ের। ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় এফআইআর দায়ের করেন মুম্বইয়ের বাসিন্দা যশবন্ত শাহ। লখনউয়ের সুশান্ত গল্‌ফ সিটির পুলিশ স্টেশনে জামিন-অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেন মুম্বইবাসী যশবন্ত। তাঁর অভিযোগ, ৮৬ লক্ষ টাকা দাম দিয়েও ফ্ল্যাটের চাবি হাতে পাননি তিনি।

Advertisement

গৌরী খান ছাড়াও যশবন্তের দায়ের করা এফআইআরে নাম রয়েছে তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের দুই শীর্ষকর্তা অনিল তুলসিয়ানি ও মহেশ তুলসিয়ানিরও। যশবন্তের অভিযোগ, ৮৬ লক্ষ টাকা দিয়ে তাঁদের সংস্থার কাছ থেকে ফ্ল্যাট কিনেছিলেন তিনি। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও ফ্ল্যাটের চাবি মেলেনি। তাই বিশ্বাসভঙ্গের অভিযোগে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেছেন তিনি। তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড সংস্থার প্রধান মুখ বা ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ-পত্নী গৌরী খান। তাঁর দ্বারা প্রভাবিত হয়েই নাকি ওই সংস্থার ফ্ল্যাট কিনতে উদ্যোগী হয়েছিলেন যশবন্ত। যশবন্তের দাবি, যে হেতু অন্দরসজ্জা শিল্পী গৌরী খান ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর, তাই এই বিশ্বাসভঙ্গের দায় বর্তায় তাঁর উপরেও। তাই শাহরুখ-পত্নীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।

উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন গৌরী খান। সম্প্রতি ওই সংস্থার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ বা চুক্তি আছে কি না, তা জানা যায়নি। এর আগে মাদক সংক্রান্ত মামলাতে নাম জড়িয়েছিল শাহরুখ-পুত্র আরিয়ান খানের। যদিও পরে বেকসুর খালাস পান আরিয়ান। সেই ঘটনার পরে ফের আইনি জটিলতায় খান পরিবার। এ বার কোপের মুখে গৌরী খান। বিশ্বাসভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের। কী ভাবে পার পাবেন শাহরুখ-জায়া। তুঙ্গে জল্পনা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন