alcohol ban in bollywood

ছবিতে ধূমপান বা মদ্যপানের দৃশ্য থাকলে তা নিষিদ্ধ করবে বোর্ড?

সেন্সর বোর্ডের তরফ থেকে লিখিত বিবৃতি জানানো হয়েছে, সুপারস্টারকে কোটি কোটি মানুষ অনুসরণ করেন। তাঁদের অনস্ক্রিন ধূমপান ও মদ্যপান করতে দেখলে সামাজিক ভাবে সঠিক বার্তা পৌঁছয় না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৭ ১৭:২৮
Share:

মদ্যপানে 'না'-তে জোর সমালোচনা।

ফের সংস্কারী হয়ে উঠলেন সেন্সর বোর্ড প্রধান পহেলাজ নিহালনি। ছবিতে ধূমপান বা মদ্যপানের কোনও দৃশ্য থাকলে তা নিষিদ্ধ করার জন্য বোর্ডের তরফ থেকে অর্ডার ইস্যু হল।

Advertisement

‘উড়তা পঞ্জাব’, ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’, ‘জব হ্যারি মেট সেজেল’— তালিকাটা দীর্ঘ। কখনও ড্রাগ নিয়ে ছবিতে আপত্তি, কখনও মেয়েদের যৌন ইচ্ছের প্রকাশে সমস্যা, কখনও বা আপত্তির কারণ বিশেষ একটি শব্দ ‘ইন্টারকোর্স’। বার বার সমালোচনার আঙুল উঠেছে বোর্ড প্রধান নিহালনির দিকেই। এ বারও তার ব্যতিক্রম নয়।

আরও পড়ুন, মেঘনাদ বধ রহস্য: ফের ছন্দ ভাঙলেন অনীক

Advertisement

সেন্সর বোর্ডের তরফ থেকে লিখিত বিবৃতি জানানো হয়েছে, সুপারস্টারকে কোটি কোটি মানুষ অনুসরণ করেন। তাঁদের অনস্ক্রিন ধূমপান ও মদ্যপান করতে দেখলে সামাজিক ভাবে সঠিক বার্তা পৌঁছয় না। যদি সেই দৃশ্য সত্যিই প্রয়োজনীয় হয় তার কথা আলাদা।

যদিও কোন দৃশ্য সত্যি প্রয়োজনীয় তার মাপকাঠি ঠিক কী, তার ব্যাখ্যা সেন্সর বোর্ডের তরফ থেকে পাওয়া যায়নি। বরং নিহালনির ব্যখ্যা, ‘‘যদি কোনও ছবিতে মদ্যপান প্রয়োজনীয় হয়, সে ক্ষেত্রে অ্যাডাল্ট সার্টিফিকেট দিতে হবে।’’

নিহালনির নতুন ঘোষণা নিয়ে আলোচনা শুরু হয়েছে সিনে মহলে। যদিও কবে থেকে এই নতুন নিয়ম চালু হবে সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন