বাদ পড়ল তিনটে শট

সেই ‘নগরকীর্তন’ থেকেই বাদ পড়ল তিনটি শট। কারণ? যা হয়ে এসেছে চিরকাল। অন্তরঙ্গ দৃশ্য। ফলে সেন্সর বোর্ডের আপত্তির মুখে ওই শটগুলি বাদ দিতে হয়। কৌশিক জানিয়েছেন, তাতে ছবির কোনও ক্ষতি হয়নি। তাঁরাও পাল্টা আপত্তি জানাননি।

Advertisement
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:২০
Share:

কৌশিক

কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘নগরকীর্তন’ নিয়ে আগ্রহ সেই কবে থেকে! একে কৌশিকের ছবি, তাতে প্রধান দুই মুখ ঋত্বিক চক্রবর্তী ও ঋদ্ধি সেন। সিনেমাপ্রেমীদের আগ্রহ থাকবে জানা কথা। কিন্তু সেই ‘নগরকীর্তন’ থেকেই বাদ পড়ল তিনটি শট। কারণ? যা হয়ে এসেছে চিরকাল। অন্তরঙ্গ দৃশ্য। ফলে সেন্সর বোর্ডের আপত্তির মুখে ওই শটগুলি বাদ দিতে হয়। কৌশিক জানিয়েছেন, তাতে ছবির কোনও ক্ষতি হয়নি। তাঁরাও পাল্টা আপত্তি জানাননি।

Advertisement

কৌশিকের ‘নগরকীর্তন’ সমকামী প্রেম নিয়ে। সেখানে মুখ্য দুই চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক ও ঋদ্ধি। এর আগে ঋত্বিক জানিয়েছিলেন, এই ছবির জন্যই ওজন বাড়াতে হয়েছিল তাঁকে। আর ঋদ্ধির কাছে অভিনয়ের রেফারেন্স হিসেবে ছিল ‘দ্য ড্যানিশ গার্ল’। কৌশিক নিজেও প্রত্যয়ী ছবিটি নিয়ে। বললেন, ‘‘এটা আমার কাছে প্রেশাস একটা ছবি। তিনটে শট যে বাদ গিয়েছে, সেটা ছবিটা দেখে খুব একটা বোঝা যাবে না। আর যে দর্শকের কাছে এটা ম্যাটার করবে, তাঁরা অন্য মাধ্যমেও ছবিটা দেখে নিতে পারবেন।’’ এই মুহূর্তে ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানোর বন্দোবস্ত করছেন কৌশিক। তিনি জানালেন, সেই সব ক্ষেত্রে ছবিটির ‘আনকাট’ ভার্সনই দেখা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement