Sushant Singh Rajput

পুলিশের গাড়িতে করে সিবিআইয়ের কাছে রিয়া

প্রায় সাত ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২০ ০৩:৫২
Share:

রিয়া চক্রবর্তী। ফাইল চিত্র।

আসার কথা ছিল সকাল সাড়ে দশটায়। শেষ পর্যন্ত আজ দুপুর দেড়টা নাগাদ সিবিআইয়ের দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে মুম্বইয়ে ডিআরডিও গেস্টহাউসে হাজির হলেন রিয়া চক্রবর্তী

Advertisement

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর মামলায় গত কাল রিয়াকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এ দিন দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য আসার আগে রিয়া সিবিআইকে জানান, তাঁর অ্যাপার্টমেন্টের বাইরে সাংবাদিকদের ভিড়ের জন্য বেরোতে পারছেন না। ফলে পৌঁছতে সময় লাগবে। তিনি মুম্বই পুলিশের সাহায্য চান। সিবিআইও পুলিশকে রিয়ার সুরক্ষার ব্যবস্থা করতে অনুরোধ করে।

এর পরে দেড়টা নাগাদ রিয়া ডিআরডিও গেস্টহাউসে পৌঁছন। সঙ্গে ছিল মুম্বই পুলিশের এসকর্ট ভ্যান। এ দিন প্রায় সাত ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
এর মধ্যেই সুশান্তের বোন শ্বেতা সিংহ কীর্তির নামে থাকা একটি টুইটার হ্যান্ডেল থেকে কয়েকটি হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশট টুইট করা হয়। ওই টুইটার হ্যান্ডেলে দাবি করা হয়, ওই কথোপকথনে রিয়া, তাঁর ভাই শৌভিক, সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও তাঁর বন্ধু সিদ্ধার্থ পিঠানি গাঁজা ভর্তি সিগারেট নিয়ে কথা বলছেন। এর পরে আবার গুজব ছড়িয়ে পড়ে, রিয়া মাদক সম্পর্কিত কথোপকথনের কথা জিজ্ঞাসাবাদের সময়ে স্বীকার করে নিয়েছেন। পরে রিয়ার আইনজীবী সতীশ মানেসিন্ধে একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘এ সব গুজব নিয়ে মাথা ঘামানোর সময় নেই। সিবিআই, ইডি, পুলিশ বা এনসিবি লিখিত ভাবে যা জানাবে আমরা সেটাই মেনে চলব।’’

Advertisement

ডিআরডিও গেস্টহাউসের সামনে সংবাদমাধ্যমের ভিড়। গাড়ির ভিতরে রিয়া ও শৌভিক চক্রবর্তী। পিটিআই

আরও পড়ুন: সবসময় ওকে বলতাম আমার একটা ছোট্ট সুশান্ত চাই: রিয়া

গত বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিয়া সরাসরিই বলেছেন, সুশান্ত মারিজুয়ানা খেতেন। রিয়াই সেই অভ্যাস নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন। এই বিষয়ে সুশান্তের পরিবারের আইনজীবী বিকাশ সিংহের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘আমাদের তথ্য অনুযায়ী, সুশান্ত মাদক খেতেন না। এ কথা আমরা আগেই জানিয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন