সুশান্তের ঘটনায় অব্যাহতি মিলল রিয়ার। ছবি: সংগৃহীত।
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর। সিবিআই অবশেষে জানিয়েছে, অভিনেতা আত্মঘাতীই হয়েছিলেন। ঘটনায় বার বার উঠে এসেছিল সুশান্তের প্রেমিকা তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর নাম। এ বার জানা গেল সম্পর্কে থাকাকালীন রিয়ার জন্য ঠিক কত টাকা খরচ করেছিলেন সুশান্ত।
২০১৮ সাল থেকে সুশান্তের সঙ্গে সম্পর্ক শুরু রিয়ার। সেই বছরই এপ্রিল মাস থেকে একত্রবাস শুরু করেন তাঁরা। সম্পর্ক টিকেছিল ২০২০ সালের জুন মাস পর্যন্ত। সুশান্তের মৃত্যুর ছ’দিন আগে সম্পর্ক ভেঙে বান্দ্রার সেই বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন রিয়া।
সুশান্তের টাকা নয়ছয় করার অভিযোগও উঠেছিল রিয়ার বিরুদ্ধে। কিন্তু এ বার জানা গেল, সুশান্ত স্বেচ্ছায় রিয়ার জন্য নিজের লক্ষ লক্ষ টাকা খরচ করেছিলেন। এ ক্ষেত্রে রিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। সম্প্রতি এমনই জানিয়েছে সিবিআই। সিবিআই সূত্র অনুসারে, রিয়ার জন্য মোট ১৬.৮০ লক্ষ টাকা খরচ করেছিলেন সুশান্ত।
এখানেই শেষ নয়। রিয়ার ইউরোপ বেড়ানোর খরচও তিনিই বহন করেছিলেন। ২০১৯ সালের অক্টোবর মাসে তাঁরা ইউরোপ বেড়াতে গিয়েছিলেন। সেই সময় সুশান্তই তাঁর তৎকালীন আপ্তসহায়ক শ্রুতি মোদীকে রিয়ার জন্য টিকিট কাটতে বলেছিলেন।
সুশান্তের মৃত্যুর পরে তাঁর পরিবারের অভিযোগ ছিল, রিয়া ১৫ কোটি টাকার সম্পত্তি নয়ছয় করেছেন। সিবিআই তার অন্তিম রিপোর্টে এই অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছে। সুশান্ত স্বেচ্ছায় সমস্ত খরচ করেছিলেন। তাঁর টাকা জোর করে আদায় করেননি কেউ।
২০২০ সালের ১৪ জুন আত্মহত্যা করেছিলেন সুশান্ত সিংহ রাজপুত। রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও এনেছিলেন সুশান্তের বাবা। সেই অভিযোগ থেকেও রিয়াকে অব্যাহতি দিয়েছে সিবিআই।