সেলেব্রিটিদের একাকীত্ব নিয়ে মুখ খুললেন অমিতাভ

সেলেব্রিটিদের মানসিক অবস্থা নিয়ে এ বার মুখ খুললেন অমিতাভ বচ্চন। বিচ্ছিন্নতা এবং নিরাপত্তাহীনতার সঙ্গে প্রতি মুহূর্তে লড়াই করতে হয় অভিনেতা- অভিনেত্রীদের। বাহাত্তরের বিগ-বি তাঁর ব্লগে লিখেছেন, মানসিক চাপ এবং টেনশন সেলেব্রিটিদের ক্রমশ অন্ধকারে ঠেলে দেয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:০০
Share:

সেলেব্রিটিদের মানসিক অবস্থা নিয়ে এ বার মুখ খুললেন অমিতাভ বচ্চন। বিচ্ছিন্নতা এবং নিরাপত্তাহীনতার সঙ্গে প্রতি মুহূর্তে লড়াই করতে হয় অভিনেতা- অভিনেত্রীদের। বাহাত্তরের বিগ-বি তাঁর ব্লগে লিখেছেন, মানসিক চাপ এবং টেনশন সেলেব্রিটিদের ক্রমশ অন্ধকারে ঠেলে দেয়। তাই কেরিয়ার গড়ার তাগিদে ধীরে ধীরে পরিচিত জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তাঁরা। তিনি আরও লেখেন, ক্রমাগত খবরে থাকার চেষ্টা, হতাশার মধ্যে ঠেলে দিচ্ছে অভিনেতা-অভিনেত্রীদের। এক দিকে ভাল কাজ, অন্য দিকে প্রতিদিন শিরোনামে থাকার চ্যালেঞ্জ, ব্যক্তিগত জীবনে অসুখী করে তুলছে সেলেবদের। বলিউডের শাহেনশার কথায়, তাঁদের সময়ে এত জটিল ছিল না অভিনেতাদের জীবন। তবে নিজের জীবনেও অনেকটা খারাপ সময় পেরিয়েছেন তিনি। তবে সেই সময়ে পাশে পেয়েছিলেন স্ত্রী জয়াকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement