Entertainment News

জন্মদিনে আলিয়ার প্ল্যান কী?

হ্যাঁ, এই পরিস্থিতিতে ভাবা যেতেই পারে যে, রণবীর আলিয়ার জন্য কিছু না কিছু স্পেশ্যাল তো করবেনই। এখন শুধুই রাত পোহানোর অপেক্ষা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৮ ১৭:৩৫
Share:

আলিয়া ভট্ট। ছবি: আলিয়ার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

নায়িকা আপাতত বুলগেরিয়ায় রয়েছেন। জমিয়ে শুটিং করছেন তাঁর আগামী ছবি ‘ব্রহ্মাস্ত্র’র। কিন্তু বৃহস্পতিবার তো আলিয়ার জন্মদিন। তাও আবার ২৫ বছরের। তাহলে কি জন্মদিনের পার্টি এ বার একেবারেই মিস?

Advertisement

মুম্বই মিররের খবর অনুযায়ী, গত এক মাস ধরে আলিয়ার যে রুটিন চলছে, তাতে এ বারের বার্থডেটাও কাজের মধ্যেই কাটতে চলেছে তাঁর। তবে চমক রয়েছে।

কী চমক? ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় নাকি সেটের মধ্যেই আলিয়াকে সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করেছেন। আর অয়নকে এ কাজে সাহায্য করবেন রণবীর কপূর। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, আলিয়াকে সারপ্রাইজ দিতে বুলগেরিয়া উড়ে যেতে পারেন ‘ব্রহ্মাস্ত্র’র প্রযোজন কর্ণ জোহরও। তবে পরিবারের কেউ বুলগেরিয়া যাচ্ছেন না বলেই জানা গিয়েছে।

Advertisement

বুলগেরিয়ায় শুটিং চলছে ‘ব্রহ্মাস্ত্র’র। ছবি: কর্ণ জোহরের টুইটারের সৌজন্যে।

তবে ভক্তরা বলছেন, আর কেউ না থাকলেও, রণবীর তো রয়েছেন। ভ্যালেন্টাইনস সপ্তাহের কয়েকদিন আগেই ইন্ডাস্ট্রিতে নতুন করে গুঞ্জন শুরু হয়েছিল, রণবীর কপূরের সঙ্গে বিশেষ সম্পর্কে জড়িয়ে পড়েছেন আলিয়া। ‘ব্রহ্মাস্ত্র’র শুটিং স্পট থেকেই নাকি এই নতুন সমীকরণের সূত্রপাত। আর সেই রসায়ন নাকি এতটাই জোরালো যে, তা নিয়ে রীতিমতো গসিপ শুরু হয়েছিল সিনে মহলে।

হ্যাঁ, এই পরিস্থিতিতে ভাবা যেতেই পারে যে, রণবীর আলিয়ার জন্য কিছু না কিছু স্পেশ্যাল তো করবেনই। এখন শুধুই রাত পোহানোর অপেক্ষা।

আরও পড়ুন, ট্রেন-বাসে এক সময়ে নিজের ছবির পোস্টার নিজেই সাঁটাতেন আমির!

আরও পড়ুন, জন্মদিনে ভক্তদের কী গিফট দিলেন আমির?

ধর্মা প্রোডাকশনের নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’ বলিউডের একেবারেই নতুন জঁরের একটি ফিল্ম। এই ছবিতে অ্যাডভেঞ্চারের সঙ্গে ফ্যান্টাসির মিশেল রয়েছে। ছবির নামের পিছনে রয়েছে, প্রাচীন ভারতের শক্তি-সম্পদ এবং রাজকীয় ইতিহাস।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ২০১৯ সালের ১৫ অগস্ট মুক্তি পেতে পারে এই ছবি। অমিতাভ বচ্চনও রয়েছেন এই ছবিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement