Entertainment News

জন্মদিনে বয়ফ্রেন্ডের থেকে কী গিফট পেলেন প্রিয়ম?

সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে গতকাল থেকেই। বয়ফ্রেন্ড শুভজিত্ করের সঙ্গে প্রি-বার্থডে সেলিব্রেশনে লাঞ্চ করেছেন জমিয়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৮ ১৩:৩০
Share:

প্রিয়ম এবং শুভজিত্। ছবি: ফেসবুকের সৌজন্যে।

জন্মদিন। আর সকলের মতোই এই দিনটা অভিনেত্রী প্রিয়মের জীবনেও খুব স্পেশ্যাল। কারণ আজ তিনি বার্থ ডে গার্ল।

Advertisement

সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে গতকাল থেকেই। বয়ফ্রেন্ড শুভজিত্ করের সঙ্গে প্রি-বার্থডে সেলিব্রেশনে লাঞ্চ করেছেন জমিয়ে। বয়ফ্রেন্ডের থেকে ঘড়ি উপহার পেয়েছেন অভিনেত্রী।

আর আজকের দিনটা বাবা-মায়ের। ‘‘নতুন একটা প্রোডাকশন হাউজ খুলেছি আমি আর শুভ। সেখানে অনেক সময় দিতে হচ্ছে। ফলে বাবা-মাকে সময় দেওয়াই হয় না। আজ তাই সারাদিন বাড়িতে কাটাব। যদিও বিকেলের পর অফিসে ফিরতেই হবে। আর কিছু বন্ধু আছে, আমি পার্টি না দিলেও তারা আসবে’’ হেসে বললেন প্রিয়ম।

Advertisement

আরও পড়ুন, সিনেমার ফ্লেভার টিভিতে, আসছে ‘ভূমিকন্যা’

‘মনসুন মেলডিজ’ ওয়েব সিরিজে শেষবার দেখা গিয়েছে প্রিয়মকে। এই মুহূর্তে নিজের প্রোডাকশন নিয়ে ব্যস্ত তিনি। কিছুদিনের মধ্যেই একটি শর্ট ফিল্মে অভিনয় করতে পারেন বলে জানালেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement