abhishek chatterjee

Tollywood on Abhishek: কেউ ভাগ করে নিয়েছেন যন্ত্রণা, কেউ ডুবেছেন স্মৃতিতে, অভিষেককে হারিয়ে বিহ্বল টলিপাড়া

বৃহস্পতিবার সকাল হতেই মর্মান্তিক খবর। চিরতরে হারিয়ে গিয়েছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। শোকে বিহ্বল টলিউড আবেগে ভাসল নেটমাধ্যমে। ফেসবুকে কেউ ভাগ করে নিলেন মনখারাপ, কেউ বা ডুব দিলেন স্মৃতির পাতায়। পুরনো ছবিতে ছুঁয়ে দেখতে চাইলেন প্রিয় বন্ধু-সহকর্মীকে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২২ ১২:২৮
Share:

অভিষেকের অকাল প্রয়াণে শোকস্তব্ধ টলিউড

কেউ তাঁর সঙ্গে বুধবারও শ্যুটিং করেছেন একসঙ্গে। কেউ বা কাজের সুবাদেই দীর্ঘ দিনের বন্ধু। বৃহস্পতিবার সকাল হতেই মর্মান্তিক খবর। চিরতরে হারিয়ে গিয়েছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। শোকে বিহ্বল টলিউড আবেগে ভাসল নেটমাধ্যমে। ফেসবুকে কেউ ভাগ করে নিলেন মনখারাপ, কেউ বা ডুব দিলেন স্মৃতির পাতায়। সঙ্গে পুরনো ছবিতেই ছুঁয়ে দেখতে চাইলেন প্রিয় বন্ধু-সহকর্মীকে।

শাশ্বত চট্টোপাধ্যায়: কিচ্ছু বলার নেই মিঠুদা…

বিদিপ্তা চক্রবর্তী: বলার কোনও ভাষা নেই। তোমার সঙ্গে কাটানো সময়গুলো মনে থাকবে আমাদের। শান্তিতে থেকো মিঠুদা।

কৌশিক রায়: তোমার সঙ্গে কাটানো সব মুহূর্ত মনে থাকবে, মনে পড়বে…

জিতু কমল: মিঠুদা, এত বড় সিদ্ধান্ত নেবে, সেটা গতকাল বুঝতেই দিলে না… ভাল হল না সিনিয়র!

জয়জিৎ বন্দ্যোপাধ্যায়: এটা ঠিক হল না দাদা…

Advertisement

সুদীপা চট্টোপাধ্যায়: মিঠুদা, আমরা শোকস্তব্ধ, বাকরুদ্ধ। যে চলে যায়, সে তো চলেই যায়। যারা পড়ে থাকে— শোক তাদের। সংযুক্তাবৌদি আর ওই একরত্তি মেয়েটার সামনে পড়ে অগাধ সমুদ্র...

সুদীপ্তা চক্রবর্তী: ভাল থেকো মিঠুদা, আর কী বলব বুঝতে পারছি না…!

প্রিয়াঙ্কা মিত্র: কেউ আর দস্যু বলবে না… ফটো তোলার সময়ে বলবে না ‘হাসিতেই ফটো’!

পায়েল দেব: যেখানেই থাকো, ভাল থেকো…

রাজা চট্টোপাধ্যায়: ভীষণ অভিমান ছিল সে ভাবে মনের মতো চরিত্র পাননি বলে (কারণটা বিতর্কিত)। সকালে জানতে পারলাম মিঠুদা না ফেরার দেশে চলে গেছে। ভাল থেকো মিঠুদা…

পীযুষ সাহা: আজ সুপ্রভাত বলি কী করে! মিঠুদার মৃত্যুর খবর শুনে কিছুক্ষণ আমার কথা হারিয়ে যায়… একসাথে কাজের স্মৃতিগুলো ভিড় জমাচ্ছে…

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন