ভাল কিছু ঘটতে চলেছে সেলিনা জেটলির সঙ্গে? ছবি: সংগৃহীত।
একদিকে, শ্বশুরবাড়িতে অত্যাচারিত। স্বামীর সঙ্গে বিচ্ছেদের মামলা চলছে। অন্য দিকে, দীর্ঘ ১৫ মাস ভাইয়ের সঙ্গে কোনও যোগাযোগ নেই। সংযুক্ত আরব আমিরশাহীতে আটক বিক্রান্ত জেটলি। সেলিনা জেটলির যেন দম বন্ধ হয়ে আসার উপক্রম!
একের পর এক অঘটন ঘটে চলেছে অভিনেত্রীর জীবনে। মুষড়ে পড়লেও তার মধ্যেই লড়াই চালিয়ে যাচ্ছেন সেলিনা। হঠাৎই আশার আলো তাঁর জীবনে। খবর, বৃহস্পতিবার দিল্লি হাই কোর্ট তাঁর ভাইয়ের সঙ্গে যোগাযোগের জন্য বিদেশ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে। এর পরেই এক আবেগঘন বার্তায় মা-বাবার উদ্দেশে সেলিনা লেখেন, “গত ১৫ মাস ধরে ভাই বিক্রান্তের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছি। ভাইয়ের কোনও খবর নেই। আমিরশাহীতে কোথায় আছে, কেমন আছে— কিচ্ছু জানি না। দিল্লি হাই কোর্টের নির্দেশের পরে একটু যেন আশার আলো দেখতে পাচ্ছি।”
সেলিনার ভাই বিক্রান্ত কুমার জেটলি ভারতীয় সেনাবাহিনির অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। অভিনেত্রীর দাবি, ৬ সেপ্টেম্বর ২০২৪ সালে অপহরণের পর তাঁর ভাই সংযুক্ত আরব আমিরশাহীতে আটক হয়ে রয়েছেন। অবশেষে দিল্লি হাই কোর্টের সহায়তায় আইনি পথে ভাইয়ের খোঁজ নেওয়ার দিকে এক ধাপ এগিয়ে গেলেন তিনি। অভিনেত্রী আরও জানিয়েছেন, বিদেশ মন্ত্রক বিক্রান্তের সঙ্গে যোগাযোগের জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করেছে। পাশাপাশি অতিরিক্ত সলিসিটর জেনারেল এবং বর্ষীয়ান আইনজীবী চেতন শর্মাকে আদালতে তাঁর হয়ে সওয়াল-জবাবের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, ২০১৬ থেকে সপরিবার সংযু্ক্ত আরব আমিরশাহীতে স্থায়ীভাবে বসবাস করছেন বিক্রান্ত। সেখানে তিনি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মী। ভারতীয় সেনাবাহিনিতে বিক্রান্তের কর্মদক্ষতা প্রশংসনীয়। সেই সুবাদেই প্রতিষ্ঠানের গুরুদায়িত্ব ছিল তাঁর কাঁধে। জেটলি পরিবারের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রেখেই নিজের কাজে ব্যস্ত থাকতেন বিক্রান্ত। আচমকা ১৫ মাস ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। অনেক প্রচেষ্টার পর অবশেষে ভারত সরকারের শরণ নেন সেলিনা।