Amitabh Bachchan

অমিতাভের নিরাপত্তা নিয়ে চিন্তিত কেন্দ্রীয় সংস্থা! দিলজিতের পরে তাঁকে হুমকি দেবে সন্ত্রাসবাদী সংগঠন?

দিলজিতের অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে সন্ত্রাসবাদী সংগঠন। এ বার অমিতাভের নিরাপত্তা নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন কেন্দ্রীয় সংস্থা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১২:০১
Share:

অমিতাভের সঙ্গে দিলজিতের দেখা হওয়া থেকে বিতর্ক শুরু হয়। ছবি: সংগৃহীত।

দিলজিৎ দোসাঞ্জকে হুমকি দিয়েছে ঘোষিত সন্ত্রাসবাদী সংগঠন ‘শিখ্‌স ফর জাস্টিস’ (এসএফজে)। অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করায় আপত্তি জানিয়েছে এই সংগঠন। তাই দিলজিতের অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে তারা। এ বার অমিতাভের নিরাপত্তা নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন কেন্দ্রীয় সংস্থা। বর্ষীয়ান তারকার উপরে আক্রমণ হওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না তারা।

Advertisement

সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিলজিৎ। পর্বটি দেখানো হবে ৩১ অক্টোবর। পর্বের ঝলক সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বর্ষীয়ান তারকার পা স্পর্শ করে প্রণাম করতে দেখা গিয়েছে দিলজিৎকে। এই দেখে এসএফজে-র দাবি, অমিতাভকে প্রণাম করে দিলজিৎ ১৯৮৪-র শিখবিরোধী হিংসায় হতাহতদের অসম্মান করেছেন।

দিলজিতের সঙ্গে সাক্ষাতের পর থেকে অমিতাভকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন কেন্দ্রীয় সংস্থাগুলি। নিরাপত্তাবেষ্টনী ভেঙে বিগ বি-র উপর কোনও ধরনের হামলা যাতে না হয়, সেই দিকগুলির দিকে নজর রাখছে কেন্দ্রীয় সংস্থা। অমিতাভও হুমকি পেতে পারে বলে অনুমান তাদের।

Advertisement

এসএফজে-র দাবি, ১৯৮৪ সালে অমিতাভ ‘রক্তের বদলে রক্ত’ রব তুলেছিলেন। সংগঠনের প্রধান এক বিবৃতিতে বলেছেন, “অমিতাভের এই মন্তব্যের প্রভাবে সেই সময়ে ৩০ হাজার শিখের মৃত্যু হয়েছিল সারা ভারতে। গণহত্যায় প্ররোচনা দিয়েছিলেন বচ্চন। তাঁরই পা ছুঁয়ে দিলজিৎ দোসাঞ্জ ১৯৮৪ সালে নিহত মানুষ, বিধবা ও অনাথ শিশুদের অসম্মান করেছেন।” তাই তাদের প্রশ্ন, অমিতাভকে কেন পা ছুঁয়ে প্রণাম করলেন দিলজিৎ? ইতিমধ্যেই বিতর্কে মুখ খুলেছেন দিলজিৎ। তিনি বলেছেন, “আমি মনে করি, এই পৃথিবী এক। আমি এই পৃথিবীতে জন্মেছি। এক দিন এই মাটিতেই মিশে যাব। আমাকে নিয়ে যে যা পারে বলুক, আমি কেবল ভালবাসা বিলিয়ে যাব। কেউ যদি আমাকে নিয়ে কটাক্ষ করে, সমালোচনা করে, প্রতিদানস্বরূপ ভালবাসাই দিয়ে যাব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement