Sonakshi Sinha

জ়াহিরকে বিয়ে করে সমালোচিত সোনাক্ষী, ভাল থাকতে তাঁকে ছাড়তে হল কোন জিনিস?

সোনাক্ষীর বিয়ে নিয়ে বিস্তর সমালোচনা হয়। স্বামী জ়াহিরের সঙ্গে সুখে থাকতে গিয়ে প্রাণপ্রিয় জিনিস ছেড়ে দেন শত্রুঘ্ন-কন্যা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ২৩:৪৯
Share:

(বাঁ দিকে) জ়াহির ইকবাল। সোনাক্ষী সিন্‌হা (ডান দিকে) । ছবি: সংগৃহীত।

ভিন্‌ধর্মের ছেলের সঙ্গে সম্পর্ক নাকি সোনাক্ষী সিন্‌হার পরিবার প্রথমে মেনে নিতে চায়নি। কিন্তু হার মানেননি সোনাক্ষী বা জ়াহির ইকবালের কেউই। ২০২৪ সালের ২৩ জুন বিয়ে করেন তাঁরা। বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। আইনি বিয়ে সেরে তাঁরা আয়োজন করেছিলেন প্রীতিভোজের। বিয়ের সাজেও ছিল না আতিশয্য। বাড়ির মত না থাকলেও জ়াহিরের সঙ্গে যে সুখে আছেন সোনাক্ষী, তা অভিনেত্রীর সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলেই বোঝা যায়। তবে জ়াহিরের সঙ্গে সুখে থাকতে গিয়ে প্রাণপ্রিয় জিনিস ছেড়ে দেন শত্রুঘ্ন-কন্যা।

Advertisement

সোনাক্ষী একটি অনুষ্ঠানে এসে জানান, ৩০ বছর পর্যন্ত শুধুই কাজ করেছেন। তার পর যখন ভাবলেন এ বার জীবনে একটা মানুষ দরকার। ঠিক সেই সময় জ়াহিরের সঙ্গে তাঁর আলাপ। যদিও জ়াহিরের সঙ্গে আলাপ হওয়ার আগে সোনাক্ষীর অবসর কাটত ছবি এঁকে। ছবি আঁকতে ভীষণ ভালবাসলেও এখন রং-তুলি ছুঁয়ে দেখতেও ভয় পান। সোনাক্ষীর কথায়, ‘‘আমি যখন দুঃখে থাকি তখন ছবি আঁকি। সেটাই যেন আমার প্রকাশের ভাষা হয়ে ওঠে। কিন্তু, জ়াহিরের সঙ্গে আলাপ হওয়ার পর থেকে এক মুহূর্তে দুঃখে থাকিনি। তাই রং-তুলি ছুঁতে ভয় হয়। যদিও জ়াহির সবসময় বলে আঁকা শুরু করতে। কিন্তু মনে হয় যদি এটার কারণে ফের দুঃখ ফিরে আসে!’’ অভিনেত্রী জানান, এই সাত বছর বন্ধু থেকে প্রেমিকা, তার পর বাগ্‌দত্তা, তাঁর স্বামী প্রতিটা সম্পর্ক দারুণ ভাবে পালন করে এসেছেন। সেই কারণেই জ়াহিরকে এতটা ভালবাসেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement