Shiney Ahuja

ধর্ষণের অভিযোগে শেষ হয়েছিল বলিউড সফর! এখন অন্য দেশে থাকেন, কী করেন শাইনি আহুজা?

সম্প্রতি শাইনির একটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বেশ কিছুটা ওজন বেড়েছে তাঁর। চেহারা ও পোশাকআশাকে সাধারণ জীবনযাপনের ছাপ স্পষ্ট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ২১:৩৩
Share:

এখন কী করেন শাইনি? ছবি: সংগৃহীত।

অল্প সময়েই বলিউডে জায়গা তৈরি করেছিলেন। কিন্তু বেশি দিন সেই সফর স্থায়ী হয়নি। ধর্ষণের অভিযোগ ওঠায় আর কাজ করা হয়নি শাইনি অহুজার। অবশেষে জানা গেল, এখন তিনি কেমন আছেন।

Advertisement

‘গ্যাংস্টার’ ছবিতে প্রথম নজর কেড়েছিলেন শাইনি অহুজা। অভিনয়ের জন্য প্রশংসাও পেয়েছিলেন। এক দিকে ইমরান হাশমি ও কঙ্গনা রনৌত, অন্য দিকে শাইনি আহুজা। সেই সময়ে বেশ সাড়া ফেলেছিল ছবিটি। এর পরে ‘উয়ো লমহে’ ছবিতে কঙ্গনার সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। ‘হাজ়ারো খোয়াইশে অ্যায়সি’, ‘লাইফ ইন আ মেট্রো’, ‘ভুল ভুলাইয়া’র মতো ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। খ্যাতির দিকে এই ভাবেই এগোচ্ছিলেন শাইনি। কিন্তু এর মধ্যেই বাড়ির পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। সংশোধনাগারে ছিলেন দীর্ঘ দিন। তার পরে আবার বলিউডে ফেরার চেষ্টা করেছিলেন তিনি। ২০১৫ সালের ছবি ‘ওয়েলকাম রিটার্নস’-এ অভিনয় করেছিলেন। কিন্তু ছবিটি অসফল হয়। তার পরেই বলিউড ছাড়েন তিনি।

সম্প্রতি শাইনির একটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বেশ কিছুটা ওজন বেড়েছে তাঁর। চেহারা ও পোশাকআশাকে সাধারণ জীবনযাপনের ছাপ স্পষ্ট। জানা গিয়েছে, বর্তমানে তিনি ফিলিপিন্সের বাসিন্দা। বলিউড ছাড়ার পর থেকে সেখানেই থাকছেন তিনি। সেখানে নাকি নিজের কাপড়ের ব্যবসা রয়েছে শাইনির।

Advertisement

উল্লেখ্য, ২০০৯ সালে শাইনির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। নিজের বাড়ির ১৯ বছর বয়সি পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement