Mamta Kulkarni

‘উনি সন্ত্রাসবাদী নন, ভারতে বোমা বিস্ফোরণ করেননি’, দাউদ ইব্রাহিমকে নিয়ে কেন এমন মন্তব্য মমতার?

একসময় দাউদের সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। কিন্তু দাউদের সঙ্গে কখনওই সামনাসামনি দেখা হয়নি বলে দাবি করেছেন মমতা কুলকর্ণী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৭:৫১
Share:

দাউদকে নিয়ে মমতা কুলকর্ণীর মন্তব্য। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দাউদ ইব্রাহিম সন্ত্রাসবাদী নন। ভারতে কোনও রকমের সন্ত্রাসবাদ চালাননি তিনি। এমন দাবি করলেন মমতা কুলকর্ণী। মহাকুম্ভের সময়ে সন্ন্যাস ধারণ করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন তিনি। এ বার এই মন্তব্যের জন্য বিতর্কে প্রাক্তন অভিনেত্রী।

Advertisement

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেই ভিডিয়োয় দেখা যায়, দাউদ ইব্রাহিমকে নিয়ে মন্তব্য করেছেন মমতা কুলকর্ণী। একসময় দাউদের সঙ্গে নাম জড়িয়েছিল তাঁরও। মমতা বলেন, “আমার দাউদ ইব্রাহিমের সঙ্গে কোনও সম্পর্ক নেই। অন্য একজনের নাম জড়িয়েছিল ওর সঙ্গে। তবে ভাল করে খেয়াল করলে বোঝা যাবে, ও (দাউদ ইব্রাহিম) কিন্তু এই দেশে কোনও বোমা বিস্ফোরণ বা দেশবিরোধী কাজ করেনি। আমি ওর পক্ষ নিয়ে বলছি না। তবে ওকে সন্ত্রাসবাদী বলা যায় না। পার্থক্যটা বুঝতে হবে।”

দাউদ ইব্রাহিমের সঙ্গে কখনওই সামনাসামনি দেখা হয়নি বলে দাবি করেছেন মমতা কুলকর্ণী। ২০১৫ সালে মাদকপাচার কাণ্ডে নাম জড়িয়েছিল মমতার। প্রাক্তন অভিনেত্রীর বিরুদ্ধে উঠেছিল মাদকপাচারের অভিযোগও। ২০০০ কোটি টাকার মাদকপাচার কাণ্ডে নাকি মমতার বড় ভূমিকা ছিল। তবে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছিলেন তিনি। বেশ কিছু দিন ভারতের বাইরে ছিলেন তিনি।

Advertisement

দাউদের হয়ে এমন মন্তব্য করায় ফের বিতর্কে জড়িয়েছেন প্রাক্তন অভিনেত্রী। উল্লেখ্য, নব্বইয়ের দশকে একাধিক সাহসী চরিত্রে দেখা গিয়েছিল মমতাকে। ‘কর্ণ অর্জুন’, ‘চায়না গেট’, ‘তিরঙ্গা’, ‘আশিক আওয়ারা’, ‘ক্রান্তিবীর’, ‘বাজ়ি’, ‘সবসে বড়া খিলাড়ি’, ‘পুলিশওয়ালা গুন্ডা’র মতো ছবিতে অভিনয় করার জন্য আজও তাঁকে মনে রেখেছে দর্শক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement