দীপিকাকে অসম্মান করা হয়েছিল? ছবি: সংগৃহীত।
‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্য়ুয়েল থেকে আগেই বাদ পড়েছিলেন। বুধবার এক অনুরাগী দাবি করেন, ‘কল্কি ২৮৯৮ এডি’র অভিনেতা-অভিনেত্রীর পরিচয়লিপি থেকে বাদই দিয়ে দেওয়া হয়েছিল দীপিকা পাড়ুকোনের নাম। প্রমাণস্বরূপ একটি ভি়ডিয়োও ভাগ করেন তিনি। বিষয়টিতে ক্ষোভপ্রকাশ করেন অন্য অনুরাগীরা। দাবি করেন, দীপিকাকে অসম্মান করা হয়েছে। তার পরেই কি নড়েচড়ে বসেছেন ছবির নির্মাতারা?
নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’র অভিনেতা ও কলাকুশলীদের নামের তালিকার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন এক অনুরাগী। সেই সঙ্গে তিনি লিখেছিলেন, “ছবির শেষে শুধু নাম দেখানোই ‘ক্রেডিট’ তালিকার কাজ নয়। একজনের কাজকে স্বীকৃতি দেওয়া এবং সম্মান জানানোও এর কাজ। অথচ, ‘কল্কি’ ছবিতে এত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেও দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রীর নাম যুক্ত করা গেল না। এ ভাবে কোণঠাসা করা হচ্ছে?” এমনকি ছবির নির্মাতাদের ‘অপেশাদার ও নিম্নরুচির মানুষ’ বলেও কটাক্ষ করেছিলেন তিনি। এর পরেই নাকি ছবির ‘ক্রেডিটস’-এ জুড়ে দেওয়া হয় দীপিকার নাম।
তবে নেটাগরিকের একাংশ দাবি করেছেন, দীপিকার নাম মোটেই বাদ দেওয়া হয়নি। বাদ দিলে, এত তাড়াতাড়ি ফের যুক্ত করা যেত না। অ্যামাজ়ন প্রাইম বা নেটফ্লিক্স-এর মতো ওটিটি মঞ্চে এত দ্রুত কোনও ছবি বা সিরিজ়ের ‘ক্রে়ডিটস’-এ বদল আনা যায় না। তাই দীপিকার নাম মুছে দেওয়ার দাবিকে তাঁরা ভিত্তিহীন বলে জানিয়েছেন। তবে এই প্রসঙ্গে এখনও দীপিকা বা ছবির নির্মাতাদের কেউই কোনও প্রতিক্রিয়া দেননি।
উল্লেখ্য, কিছু দিন আগেই দীপিকা শর্ত দিয়েছিলেন, তিনি আট ঘণ্টার বেশি কাজ করবেন না। তার পর থেকে পর পর কাজ হারাচ্ছেন তিনি। গত সেপ্টেম্বর মাসে প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়, ‘কল্কি’র সিক্য়ুয়েলে থাকছেন না দীপিকা। এক বিবৃতিতে প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়, “আমরা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করছি, ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্য়ুয়েলে দীপিকা থাকছেন না। দীর্ঘ আলোচনার পরে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘ সময় ধরে প্রথম ছবিটি তৈরি করার পরেও আমরা পরস্পরের সঙ্গে কাজ করতে ব্যর্থ হচ্ছি। ‘কল্কি ২৮৯৮ এডি’-র মতো ছবি তৈরি করতে দায়বদ্ধতার প্রয়োজন হয়। দীপিকার ভবিষ্যতের জন্য আমাদের শুভকামনা রইল।”