Deepika Padukone

‘অত্যন্ত অপেশাদার ও নিম্নরুচির পরিচয়!’ দীপিকাকে কোণঠাসা করা হচ্ছে? ক্ষোভ উগরে দিলেন অনুরাগীরা

২০২৪ সালে মুক্তি পায় ‘কল্কি ২৮৯৮ এডি’। ছবিতে অন্তঃসত্ত্বা মহিলার চরিত্রে দেখা গিয়েছে দীপিকাকে। বাস্তবেও সেই সময়ে অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১২:২৮
Share:

দীপিকাকে কোণঠাসা করা হচ্ছে? ছবি: সংগৃহীত।

আট ঘণ্টার বেশি কাজ করবেন না। এই শর্ত রাখার পর থেকে একাধিক কাজ হারাচ্ছেন দীপিকা পাড়ুকোন। কিছু দিন আগেই তিনি বাদ পড়েছেন নাগ অশ্বিনের ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল থেকে। এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন তিনি। এ বার ‘কল্কি ২৮৯৮ এডি’র ‘ক্রেডিট’ থেকে বাদই দিয়ে দেওয়া হল দীপিকার নাম। বিষয়টিকে অপেশাদার বলে তোপ দেগেছেন অভিনেত্রীর অনুরাগীরা।

Advertisement

২০২৪ সালে মুক্তি পায় ‘কল্কি ২৮৯৮ এডি’। ছবিতে অন্তঃসত্ত্বা মহিলার চরিত্রে দেখা গিয়েছে দীপিকাকে। বাস্তবেও সেই সময়ে অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী। ছবিটি বর্তমানে রয়েছে এক ওটিটি মঞ্চে। সেখানে ছবির শেষে ‘এন্ড ক্রেডিট’-এ ছবির সমস্ত অভিনেতা ও কলাকুশলীর নাম রয়েছে। কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে দীপিকার নাম। অথচ ছবিতে দীপিকা অতি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। বিষয়টি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন দীপিকার এক অনুরাগী।

অভিনেতা ও কলাকুশলীদের নামের তালিকার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন সেই অনুরাগী। সেই সঙ্গে তিনি লিখেছেন, “ছবির শেষে শুধু নাম দেখানোই ‘ক্রেডিট’ তালিকার কাজ নয়। একজনের কাজকে স্বীকৃতি দেওয়া এবং সম্মান জানানোও এর কাজ। অথচ, ‘কল্কি’ ছবিতে এত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেও দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রীর নাম যুক্ত করা গেল না। এ ভাবে কোণঠাসা করা হচ্ছে?” এই পোস্ট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তে। অন্য অনুরাগীরা ছবির নির্মাতাদের ‘অত্যন্ত অপেশাদার’ বলে কটাক্ষ করেছেন। এক অনুরাগী লিখেছেন, “এই ঘটনা চূড়ান্ত অপেশাদার। ছবিতে দীপিকা ছিলেন এবং ছবির হয়ে প্রচার পর্যন্ত করেছিলেন। অদ্ভুত বিষয় হল, ওরা দীপিকাকে অপেশাদার বলে। অথচ বিষয়টা সম্পূর্ণ উল্টো।”

Advertisement

আর এক অনুরাগী লিখেছেন, “খুবই নিম্নরুচির পরিচয় এটা। দীপিকাকে আর কিছু করতে হল না ওদের বিরুদ্ধে। ওরা নিজেরাই নিজেদের আসল রূপটা দেখিয়ে দিয়েছে। এ বার ওরা কী করবে? কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি দীপিকার মুখটাও বদলে ফেলবে?”

উল্লেখ্য, কয়েক মাস আগে প্রযোজনা সংস্থার থেকে বিবৃতিতে বলা হয়েছিল, “আমরা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করছি, ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েলে দীপিকা থাকছেন না। দীর্ঘ আলোচনার পরে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘ সময় ধরে প্রথম ছবিটি তৈরি করার পরেও আমরা পরস্পরের সঙ্গে কাজ করতে ব্যর্থ হচ্ছি। ‘কল্কি ২৮৯৮ এডি’-র মতো ছবি তৈরি করতে দায়বদ্ধতার প্রয়োজন হয়। দীপিকার ভবিষ্যতের জন্য আমাদের শুভকামনা রইল।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement