অমিতাভকে প্রণাম করে বিপাকে দিলজিৎ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
খলিস্তানি সন্ত্রাসবাদী সংগঠন থেকে হুমকি পেলেন দিলজিৎ দোসাঞ্জ। ‘শিখ্স ফর জাস্টিস’ (এসএফজে) নামে ঘোষিত সন্ত্রাসবাদী সংগঠনের প্রধানের হুমকি, তাঁরা অস্ট্রেলিয়ায় দিলজিতের অনুষ্ঠান বন্ধ করে দেবেন। অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করায় ওই সংগঠন থেকে হুমকি আসছে পঞ্জাবি শিল্পীর কাছে।
সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিলজিৎ। পর্বটি দেখানো হবে ৩১ অক্টোবর। পর্বের ঝলক সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বর্ষীয়ান তারকার পা স্পর্শ করে প্রণাম করতে দেখা গিয়েছে দিলজিৎকে। এই দেখে এসএফজে-র দাবি, অমিতাভকে প্রণাম করে দিলজিৎ ১৯৮৪-র শিখবিরোধী হিংসায় হতাহতদের অসম্মান করেছেন। এসএফজে প্রধান গুরপতবন্ত সিংহ পন্নুনের হুমকি, আগামী ১ নভেম্বর অস্ট্রেলিয়ায় দিলজিতের অনুষ্ঠান তাঁরা বন্ধ করেই ছাড়বেন!
এসএফজে-র দাবি, ১৯৮৪ সালে অমিতাভ ‘রক্তের বদলে রক্ত’ রব তুলেছিলেন। সংগঠনের প্রধান এক বিবৃতিতে বলেছেন, “অমিতাভের এই মন্তব্যের প্রভাবে সেই সময়ে ৩০ হাজার শিখের মৃত্যু হয়েছিল সারা ভারতে। গণহত্যায় প্ররোচনা দিয়েছিলেন বচ্চন। তাঁর পা ছুঁয়ে দিলজিৎ দোসাঞ্জ ১৯৮৪ সালে নিহত মানুষ, বিধবা ও অনাথ শিশুদের অসম্মান করেছেন।” এই বিতর্কে এখনও কোনও বিবৃতি দেননি দিলজিৎ দোসাঞ্জ।
উল্লেখ্য, ১৯৮৪ সালের ৩১ অক্টোবর মৃত্যু হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর। তার ঠিক পরেই অর্থাৎ ১ নভেম্বর থেকে শুরু হয়েছিল শিখবিরোধী হিংসা। সরকারি তথ্য অনুযায়ী, দিল্লিতে ২৮০০ জন শিখ মানুষের মৃত্যু হয়েছিল এবং সারা ভারতে ৩৩০০ জন শিখ পুরুষের মৃত্যু হয়।