Amitabh Bachchan-Ishit Bhatt

‘আমি ঘাবড়ে গিয়েছিলাম, অশ্রদ্ধা করতে চাইনি’, অমিতাভের কাছে ক্ষমা চাইল ‘কেবিসি’-র সেই ঈশিত?

‘কৌন বনেগা ক্রোড়পতি’র এই অভিজ্ঞতা তাকে বড় শিক্ষা দিয়ে গেল বলে জানিয়েছে ১০ বছরের বালক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৫:৩৪
Share:

অমিতাভের কাছে ক্ষমা চাইল ঈশিত ! ছবি: সংগৃহীত।

অবশেষে ক্ষমা চাইল ঈশিত ভট্ট। অমিতাভ বচ্চনের সঙ্গে তার আচরণ মোটেই পছন্দ করেননি নেটাগরিক। অভিযোগ, ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১০ বছরের বালক বর্ষীয়ান তারকার সঙ্গে উদ্ধত আচরণ করেছিল। এ ঘটনায় আঙুল ওঠে ঈশিতের বাবা-মায়ের দিকেও।

Advertisement

ঘটনার এক সপ্তাহ পরে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে (আনন্দবাজার ডট কম এর সত্যতা যাচাই করেনি)। ঈশিত ভট্ট অফিশিয়াল নামে একট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি ভাগ করে নেওয়া হয়েছে। ভিডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি করা। দেখা যাচ্ছে, হনুমানজির মূর্তির সামনে জোড়হাত করে বসে আছে ঈশিত। সেই সঙ্গে লেখা হয়েছে, “সকলকে বলতে চাই, ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে আমার আচরণের জন্য আমি ক্ষমাপ্রার্থী। বুঝতে পারছি, অনেকেই আঘাত পেয়েছেন, হতাশ হয়েছেন এবং আমি যে ভাবে কথা বলেছি, তাতে অসম্মানিত বোধ করেছেন। আমার সত্যিই অনুতাপ হচ্ছে।”

ঈশিত জানিয়েছে, সে আসলে খুব ঘাবড়ে গিয়েছিল। ঔদ্ধত্য দেখাতে চায়নি মোটেই। তার কথায়, “আমি খুব ঘাবড়ে গিয়ে কথাগুলো বলে ফেলেছিলাম। যেটা দেখতে খুব খারাপ লেগেছে। উদ্ধত আচরণ করার কোনও উদ্দেশ্য ছিল না আমার। আমি অমিতাভ বচ্চন স্যরকে শ্রদ্ধা করি এবং এই অনুষ্ঠানের সকলকেই সম্মান করি।”

Advertisement

‘কৌন বনেগা ক্রোড়পতি’র এই অভিজ্ঞতা তাকে বড় শিক্ষা দিয়ে গেল বলে জানিয়েছে ১০ বছরের বালক। সেই পোস্টে সে লিখেছে, “আমি জীবনে একটা বড় শিক্ষা পেলাম। আমরা কী কথা বলি, কী ভাবে বলি সেগুলোই প্রতিফলন করে, আমরা মানুষ হিসেবে কেমন। বিশেষ করে এত বড় মঞ্চে তো বটেই। আমি প্রতিজ্ঞা করছি, ভবিষ্যতে বিনয়ী হব। প্রতিটি বিষয় ভাল করে ভেবে উত্তর দেব এবং সম্মান করতে শিখব। যাঁরা আমাকে ভুল থেকে শেখার শিক্ষা দিলেন, তাঁদের ধন্যবাদ।”

নেটাগরিকের অনুমান, ঈশিতের বাবা-মা এই বিবৃতি লিখে দিয়েছেন। যদিও এই অ্যাকাউন্ট সত্যিই ঈশিতের কি না, তা নিয়েও ধন্দে রয়েছে নেটাগরিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement