অমিতাভের মুখোমুখি দিলজিৎ। ছবি: সংগৃহীত।
অমিতাভ বচ্চনের সঙ্গে ‘অশোভন’ আচরণ করায় সমালোচিত ১০ বছরের ঈশিত ভট্ট। এ বার বিগ বি’র সামনে বসেই তাঁর ছবির সমালোচনা করলেন পঞ্জাবি শিল্পী দিলজিৎ দোসাঞ্জ।
‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে অমিতাভের মুখোমুখি এ বার দিলজিৎ। সেই পর্বের একটি ঝলক প্রকাশ্যে। দিলজিৎ জানান, তিনি ছোট থেকেই অমিতাভের ছবির অনুরাগী। কিন্তু বলিউডের শাহেনশার একটি ছবি তাঁর নাকি মোটেই পছন্দ হয়নি। দিলজিতের স্বীকারোক্তি শুনে প্রতিক্রিয়াও দেন বলি তারকা।
দিলজিৎ বলেন, “আপনার ছবি আসার আগে খুব আনন্দ হত। মনে হত, এ বার অন্তত কারও ছবিতে লড়াই মারপিট দেখা যাবে। কিন্তু স্যর, আপনার একটি ছবি আমার একদম ভাল লাগেনি। ছবিটা হল ‘সওদাগর’।” এই শুনে হতবাক হয়ে যান অমিতাভ।
কেন ছবিটা ভাল লাগেনি, তা-ও বলেন দিলজিৎ। দিলজিৎ বলেন, “ঘোষণা করা হয়েছিল, অমিতাভ বচ্চনের ছবি আসতে চলেছে। কিন্তু পরে দেখা গেল, ছবিতে আপনি শুধুই গুড় বিক্রি করছেন।” এই শুনে বিগ বি নিজেও হাসতে থাকেন।
১৯৭৩ সালে মুক্তি পেয়েছিল ‘সওদাগর’। পরিচালনা করেছিলেন সুধেন্দু রায়। প্রধান চরিত্রে ছিলেন অমিতাভ ও নূতন। ছবিতে এক নলেন গুড়বিক্রেতার চরিত্রে অভিনয় করেছিলেন। চরিত্রের নাম ছিল মোতি। নূতন অভিনীত চরিত্র মাহজ়ুবিকে বিয়ে করে মোতি। কারণ সে ভাল মানের নলেন গুড় তৈরি করতে পারত। প্রেমিকাকে ছেড়ে এই কারণেই মাহজ়ুবিকে বিয়ে করেছিল সে। কিন্তু নিজে সফল গুড়বিক্রেতা হয়ে ওঠার পরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ করে মোতি। তার পরে প্রেমিকা ফুলবানুকে বিয়ে করে সে। ফুলবানুর চরিত্রে অভিনয় করেছিলেন পদ্মা খন্না।