Kailash Kher

এ বার অন্য ভূমিকায় অমিত শাহ ও রাজনাথ সিংহ! কৈলাস খেরের গানে দুই কেন্দ্রীয় মন্ত্রী

বর্ষীয়ান গায়ক কৈলাস খেরের সঙ্গে ‘জোট’ বাঁধলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ ও অমিত শাহ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৯
Share:

অমিত শাহ, কৈলাস খের ও রাজনাথ সিংহ একসঙ্গে। ছবি: সংগৃহীত।

নতুন ভূমিকায় কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ও রাজনাথ সিংহ। দেশের রাজনীতিতে দু’জনেই গুরুত্বপূর্ণ নাম। এ বার কৈলাস খেরের একটি গানে কণ্ঠ দিলেন তাঁরা। কৈলাসের গানে অন্য ভাবে যোগ দিলেন দুই মন্ত্রী।

Advertisement

সম্প্রতি ভারতীয় সেনাকে উৎসর্গ করে একটি গান গেয়েছেন কৈলাস। এই দেশাত্মবোধক গানের মধ্যে অন্য ভূমিকায় দেখা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে। সেনাবাহিনীকে নিয়ে বাঁধা কৈলাসের এই দেশাত্মবোধক গানের সঙ্গে একাধিক জায়গায় দুই মন্ত্রীর কথা জুড়েছে। দুই মন্ত্রীর সেই বয়ানে রয়েছে সেনাবাহিনীকে নিয়ে তাঁদের প্রশস্তি। গানটির ভিডিয়োয় সেনাবাহিনীর সাহস, বীরত্ব নিয়ে দুই মন্ত্রীর বক্তৃতার ক্লিপিংস ব্যবহৃত হয়েছে। সেই সঙ্গে আলাদা করে তাঁদের কথাও রয়েছে ভিডিয়োয়। কৈলাসের দাবি, সদ্য মুক্তিপ্রাপ্ত এই গান নাকি চিরাচরিত দেশাত্মবোধক গানের মতো নয়। ভারতীয় সেনাবাহিনীর উদ্যম, শক্তি, সাফল্য ও সাহসের কথা উঠে এসেছে এই গানে।

৫২ বছর বয়সি গায়ক সংবাদমাধ্যমকে বলেছেন, “আমি সেনাদের যন্ত্রণা নিয়ে বা ত্যাগ নিয়ে কথা বলতে চাই না। ভারতীয় সেনার যে প্রবল শক্তি ও আত্মবিশ্বাস রয়েছে সেটাই তুলে ধরতে চেয়েছি। ভারতীয় সেনার শক্তি যে কতখানি, তা সারা বিশ্বের কাছেই এখন স্পষ্ট।”

Advertisement

এই গানটি তৈরি করতে তিন মাস লেগেছে বলে জানান কৈলাস। গানে রয়েছে অমিত শাহ ও রাজনাথ সিংহের বলা কিছু পঙ্‌‌ক্তি। দুই মন্ত্রীর কণ্ঠ যুক্ত হওয়ায় এই গানের গুরুত্ব অনেকখানি বেড়েছে বলে জানান গায়ক। গানের ভিডিয়োতেও উঠে এসেছে ভারতীয় সেনার শক্তি ও সাহসের কথা। তবে এই গানের ভাবনা কৈলাসের নিজের নয়। এই গান বাঁধার প্রস্তাব এসেছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই।

কৈলাস বলেছেন, “কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে আমার কাছে প্রস্তাব এসেছিল। ভারতীয় সেনার শক্তি ও ক্ষমতাকে কেন্দ্র করে একটি গান বাঁধতে বলা হয়েছিল আমাকে। এই সুযোগ আমার কাছে একই সঙ্গে বড় প্রাপ্তি ও বড় দায়িত্ব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement