Rabindranath Tagore's Shasti On Big Screen

রবীন্দ্রনাথের ছোটগল্প ও পার বাংলার বড়পর্দায়, প্রথম জুটিতে চঞ্চল-পরী! কোন ভূমিকায় কে?

এই প্রথম চঞ্চল চৌধুরী আর পরীমণি পর্দা ভাগ করতে চলেছেন। আনন্দবাজার ডট কম-কে খবরের সত্যতায় সিলমোহর দিয়েছেন চঞ্চল, পরীমণির আপ্তসহায়ক তুরান মুন্সী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ২০:২৫
Share:

জুটিতে চঞ্চল চৌধুরী-পরীমণি। ছবি: ফেসবুক।

রবীন্দ্রনাথ ঠাকুর যতটা এ পার বাংলার, ততটাই ও পারের। খুলনার পিঠাভোগ গ্রামে কবির পূর্বপুরুষের বসবাস। পদ্মার চরে বসে তাঁর ‘সোনার তরী’, ‘চিত্রা’, ‘চৈতালি’, ‘গল্পগুচ্ছ’ রচনা। বিশ্বকবির ছোটগল্প এ বার বাংলাদেশের বড়পর্দায়।

Advertisement

বাংলাদেশ সংবাদমাধ্যমসূত্রে খবর, রবীন্দ্রনাথের ছোটগল্প ‘শাস্তি’কে রুপোলি পর্দায় তুলে ধরতে চলেছেন কানাডানিবাসী পরিচালক লীসা গাজী। তাঁর ছবি দিয়ে প্রথম পর্দাভাগ করবেন চঞ্চল চৌধুরী-পরীমণি!

খবর সত্যি? জানতে আনন্দবাজার ডট কম কথা বলেছে উভয়ের সঙ্গেই। দুই বাংলার খ্যাতনামী অভিনেতা চঞ্চল এক বার্তায় লিখে জানিয়েছেন, এই প্রথম তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কোনও গল্পে অভিনয় করতে চলেছেন। পরীমণির সঙ্গেও তাঁর প্রথম কাজ। কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে? অভিনেতার বার্তা, “সোমবার ঘোষণা হবে।পরিচালক সবিস্তার বলবেন। তবে শুটিংয়ের দেরি আছে । আর প্রস্তুতি অবশ‍্যই কিছু দিন আগে থেকে নেব।”

Advertisement

মালয়েশিয়া থেকে কথা বলেছেন নায়িকার আপ্তসহায়ক তুরান মুন্সী। তাঁর কথায়, “গত তিন মাস ধরে এই ছবির কথা চলছে। প্রায় প্রতি দিন পরীমণির কাছে কোনও না কোনও ছবিতে অভিনয়ের জন্য ফোন আসে। চিত্রনাট্য পছন্দ না হলে রাজি হন না উনি।” তুরান জানিয়েছেন, ‘শাস্তি’ গল্প পড়ে ভাল লেগেছে নায়িকার। তিনি তাই রাজি। সোমবার ছবির চুক্তিপত্রে সই করবেন পরীমণি। চলতি বছরের শেষ থেকে শুটিং শুরু।

‘শাস্তি’ গল্প দুই ভাই দুখিরাম আর ছিদামের। রাগের মাথায় দুখিরাম খুন করে তার স্ত্রীকে। দাদাকে বাঁচাতে ছিদাম খুনের দায় চাপিয়ে দেয় তার স্ত্রী চন্দরার কাঁধে। খুনের অভিযোগে জেলবন্দি চন্দরা। নিজের ভুল বুঝতে পেরে আদালতে দায় স্বীকার করে দুখিরাম। অভিমানী চন্দরার মুখে কুলুপ। ও পার বাংলার সংবাদমাধ্যমসূত্রে খবর, এই গল্পকেই আধুনিক সময়ের উপযোগী করে নেওয়া হবে। অনুমান, ‘চন্দরা’র ভূমিকায় দেখা যেতে পারে পরীমণিকে।

নায়িকার আপ্তসহায়ক আরও বলেছেন, “চঞ্চল ভাইয়াকেও অনেক বছর ধরে চিনি। ওঁর সঙ্গে ‘লাইন ম্যানেজার’ হিসাবে আমার প্রথম কাজ ‘মনপুরা’ ছবিতে। মোট পাঁচটি ছবিতে ওঁর সঙ্গে ছিলাম। তার মধ্যে তিনটি ছবি গিয়াসউদ্দিন সেলিম ভাইয়া পরিচালনা করেছেন।” তুরানের মতে, দুই বাংলার অভিনেতার মতো অমায়িক মানুষ তিনি খুবই কম দেখেছেন। সবাই আশাবাদী, বড়পর্দায় ওঁদের অভিনয় সকলের প্রশংসা কুড়াবে। শুটিংয়ের আগে পরিচালক বেশ কিছু দিন অভিনেতাদের মহড়া দেওয়াবেন।

এ বছর মুক্তি পাবে পরীমণি অভিনীত ‘প্রীতিলতা’। এই ছবিতে স্বাধীনতাসংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement