Chanchal Chowdhury

‘সাংসারিক জীবনে ব্যর্থতার শেষ নেই’, হঠাৎ স্ত্রী শান্তাকে নিয়ে কোন তথ্য প্রকাশ্যে আনলেন চঞ্চল

ব্যক্তিজীবন নিয়ে খুব বেশি কথা বলেন না চঞ্চল চৌধুরী। তবু এ বার দাম্পত্যজীবনের ব্যর্থতার কথা তুলে ধরলেন। ক্ষমা চাইলেন স্ত্রী শান্তা চৌধুরীর কাছে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ১১:৫৩
Share:

স্ত্রী শান্তাকে নিয়ে কী বললেন চঞ্চল? ছবি: সংগৃহীত।

দুই বাংলাতেই জনপ্রিয় তিনি। বাংলা ভাষার অন্যতম সফল অভিনেতা। তবে অভিনয়জীবনের পাশে ব্যক্তিজীবনও রয়েছে তাঁর। স্ত্রী ও পুত্র নিয়ে সংসার। প্রায় ১৮ বছরের দাম্পত্যজীবন। এমনিতে নিজের ব্যক্তিজীবন নিয়ে খুব বেশি কথা বলেন না অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে এ বার দাম্পত্যজীবনের ব্যর্থতার কথা তুলে ধরলেন সমাজমাধ্যমের পাতায়। ক্ষমা চাইলেন স্ত্রী শান্তা চৌধুরীর কাছে?

Advertisement

প্রেম করে বিয়ে। ১৮ বছর হয়ে গেল সংসার পেতেছেন অভিনেতা। তাঁর স্ত্রী শান্তা পেশায় চিকিৎসক। অভিনেতার ব্যস্ত জীবনকে গুছিয়ে দিয়েছেন তিনিই। কাজের কারণে দেশে-বিদেশে ঘুরে বেড়াতে হয় চঞ্চলকে। পরিবারকে সময় দেওয়া বেশ কঠিন হয়ে দাঁড়ায়। সংসারের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই সামলান অভিনেতার স্ত্রী। অথচ বিবাহবার্ষিকীর তারিখ পর্যন্ত মনে রাখতে পারেন না অভিনেতা। ২৭ অগস্ট ছিল তাঁদের বিয়ের জন্মদিনে। এ বারও সেই তারিখ ভুল গিয়েছেন তিনি। তবু স্ত্রী কোনও অভিযোগ জানাননি।

চঞ্চলের কথায়, “আমাদের বিয়ের দিনটা ভুলে গেছিলাম। কত তম সেটাও মনে করতে পারছি না! কিছু ক্ষণ আগে শান্তা যখন মনে করাল, ভেতরে কিছুটা লজ্জা এবং অপরাধবোধও কাজ করছিল।’’ প্রতি বছরই নাকি এমনটাই ঘটে। তাই ‘অভিনেতা’ চঞ্চল সফল হলেও, সংসারে যে তিনি ব্যর্থ সে কথাই প্রকাশ্যে স্বীকার করলেন তারকা।

Advertisement

চঞ্চলের কথায়, ‘‘সত্যই আমার মনে ছিল না। প্রায় বছরই এরকম ঘটে। অভিনেতা হিসেবে কিছুটা সফল হলেও, সাংসারিক জীবনে কিন্তু আমার ব্যর্থতার শেষ নেই। আর ভুলে যাওয়াটা আমার একটা অসুখের মতো। এত কিছুর পরেও সেখান থেকে তেমন বড় কোনও অভিযোগ আসে না।’’ এটাই নাকি তাঁদের বিবাহিত জীবন টিকে থাকার অন্যতম কারণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement