কোয়েল মল্লিক

টানটান উত্তেজনায় ভরপুর ‘রক্তরহস্য’র ট্রেলার

গোটা ট্রেলারটাই উত্তেজনার ওভারডোজ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২০ ২০:৪২
Share:

ট্রেলারের একটি দৃশ্যে কোয়েল এবং ঋতব্রত।

আপনি কি কোনওদিনও ভগবানকে চিঠি পাঠিয়েছেন? ভগবান কি উত্তর দেন? দিলেও কী লেখেন?—প্রশ্ন অনেক। উত্তর দেবেন পরিচালক সৌকর্য ঘোষাল। মুক্তি পেল পরিচালকের পরবর্তী ছবি ‘রক্তরহস্য’র ট্রেলার। মুখ্য ভূমিকায় অভিনেত্রী কোয়েল মল্লিক।

Advertisement

গোটা ট্রেলারটাই উত্তেজনার ওভারডোজ। ছবিতে কোয়েলের চরিত্রের নাম স্বর্ণজা। সে পেশায় রেডিও জকি। বিপদে আপদে চেনা-অচেনা মুখের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া মেয়েটির জীবনে হঠাৎ যেন সব এলোমেলো হয়ে যায়। একটা ফোন কল, আর তাতেই পাঁচ বছর আগে হারিয়ে যাওয়া সন্তানের হদিস মেলে তাঁর। তার পর? পরতে পরতে সাসপেন্সে মাখা মিনিট দু’য়েকের ট্রেলারটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন এক লক্ষেরও বেশি মানুষ। লাইক, কমেন্টেরও বন্যা তাতে।

ছবিতে কোয়েলের ভাইয়ের চরিত্রে রয়েছেন ঋতব্রত মুখোপাধ্যায়। এছাড়াও দেখা যাবে শান্তিলাল মুখোপাধ্যায়, লিলি চক্রবর্তী, চন্দন রায় সান্যাল, কাঞ্চনা মল্লিককেও। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন দেবদীপ মুখোপাধ্যায় ও নবারুন বসু।

Advertisement

আরও পড়ুন-অম্বানীর বাড়িতে হোলির পার্টিতে হাজির প্রায় গোটা বলিউড, দেখে নিন ফোটো অ্যালবাম

প্রথম আনন্দবাজার ডিজিটালের সঙ্গে ছবির ফার্স্টলুক শেয়ার করেছিল ‘টিম রক্তরহস্য’। আর সেই প্রথম ঝলকেই দেখা গিয়েছিল কোলে সদ্যজাত নিয়ে দাঁড়িয়ে রয়েছেন কোয়েল। চোখে মুখে চাপা উত্তেজনা। ট্রেলারে সে উত্তেজনার জট খুলল খানিক। রহস্যের সম্পূর্ণ জট খুলতে অপেক্ষা করতে হবে এপ্রিলের ১০ তারিখ পর্যন্ত। ওই দিনই মুক্তি পাবে রোমাঞ্চে ঘেরা ‘রক্তরহস্য’।

দেখুন ট্রেলারটি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement