Entertainment News

সাহসী পোশাকে ঋতাভরী, ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়

ঋতাভরী অভিনেত্রী। ফলে পেশার প্রয়োজনে তাঁকে স্বাস্থ্য সচেতন থাকতেই হয়। তিনি যে নিজেকে দারুণ ভাবে মেনটেন করেন তার প্রমাণ অভিনেত্রীর শেয়ার করা সাম্প্রতিক একটি ছবি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ১৪:২৯
Share:

ঋতাভরী চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

বাঙালিরা নাকি তেমন স্বাস্থ্য সচেতন নয়। ঝালে, ঝোলে, অম্বলে মধ্যপ্রদেশকে কন্ট্রোলে রাখা নাকি তাঁদের অভ্যেসে নেই। এ হেন আপ্তবাক্য বাউন্ডারি মেরে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন বহু বঙ্গতনয়া। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী তার মধ্যে অন্যতম।

Advertisement

ঋতাভরী অভিনেত্রী। ফলে পেশার প্রয়োজনে তাঁকে স্বাস্থ্য সচেতন থাকতেই হয়। তিনি যে নিজেকে দারুণ ভাবে মেনটেন করেন তার প্রমাণ অভিনেত্রীর শেয়ার করা সাম্প্রতিক একটি ছবি।

কালো বিকিনিতে সমুদ্রের জলে দাঁড়িয়ে পোজ দিয়েছেন ঋতাভরী। ক্যাপশনে লেখা, থ্রোব্যাক, মিয়ামি।

Advertisement

আরও পড়ুন, ‘মি টু’, শেয়ার করলেন ঐন্দ্রিলা

সোশ্যাল মিডিয়ায় আপ টু ডেট থাকেন ঋতাভরী। অনুরাগীদের জন্য প্রায় প্রতিদিনই শেয়ার করেন ছবি। ব্যক্তিগত মুহূর্তের এই ছবি আপাতত অনুরাগীদের পছন্দের।

কেরিয়ারের প্রথম থেকেই বেছে কাজ করতে পছন্দ করেন ঋতাভরী। আপাতত তাঁর হাতে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালিত ‘খেলছি আজগুবি’। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি।

Throwback to Miami ❤️#nofilter

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement