প্রথমেই সতর্কীকরণ। #মিটু এবং এই ‘মি টু’র মধ্যে কোনও রকম মিল নেই। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় প্রায় বিপ্লবের চেহারা নিয়েছিল #মিটু। পুরুষ, মহিলা নির্বিশেষে বহু মানুষ শেয়ার করেছিলেন নিজের অভিজ্ঞতা। তবে ‘মি টু’ একেবারেই ভিন্ন বিষয়। আর সেটা শেয়ার করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের দু’টি ছবি পোস্ট করেছেন ঐন্দ্রিলা। ক্যাপশনে লিখেছেন, ফ্যাশন বলছে, ‘মি টু’, অর্থাত্ আমিও… আর স্টাইল বলছে ‘ওনলি মি’, অর্থাত্ শুধুমাত্র আমি।
ফ্যাশন এবং স্টাইলের যে চিরকালীন পার্থক্য তা আরও একবার মনে করিয়ে দিয়েছেন ঐন্দ্রিলা। তিনি নিজে যা বিশ্বাস করেন, তা-ই তুলে ধরেছেন ছবিতে।
আরও পড়ুন, দিতিপ্রিয়ার নতুন সাফল্য, কী জানেন?
এই মুহূর্তে জনপ্রিয় ধারাবাহিক ‘ফাগুন বউ’-এর সৌজন্যে ঐন্দ্রিলা বাংলা টেলিভিশন দর্শকের কাছে পরিচিত নাম। বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর জুটি দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে। এখনও পর্যন্ত যে যে ধারাবাহিকে কাজ করেছেন তিনি তা পছন্দ করেছেন সকলে। তাঁর স্টাইল স্টেটমেন্টও অনুরাগীরা পছন্দ করছেন।
Fashion says “me too”..Style says “only me” 😉😉
(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)