কত সম্পত্তির অধিকারী শ্রুতি? ছবি: সংগৃহীত।
সম্পর্কে তিনি কমল হাসানের কন্যা। কিন্তু বিনোদনজগতে নিজস্ব পরিচিতি তৈরি করেছেন তিনি। বলিউডে সেই ভাবে সফল ছবি না হলেও দক্ষিণী চলচিত্র জগতে তিনি গুরুত্বপূর্ণ নাম। সেই সঙ্গে তিনি সুগায়িকাও। তাঁর দরাজ কণ্ঠের অনুরাগীও অনেক। সেই শ্রুতি হাসানের ৪০ বছরের জন্মদিন বুধবার।
অভিনেত্রী হিসাবে তিনি ব্যতিক্রমী। ব্যক্তিগত জীবনেও তিনি কিছুটা অন্যরকম। গান ও অভিনয় নিয়েই কাটান জীবন। পাশাপাশি আধ্যাত্মিকতাতেও বিশ্বাসী। বাবার রয়েছে অঢেল সম্পত্তি। কিন্তু এই ৪০ বছর বয়সেই শ্রুতি নিজে নাকি ৪৫ কোটি টাকার সম্পত্তির মালকিন।
২০০০ সালে ‘হে রাম’ ছবিতে শিশুশিল্পী হিসাবে অভিনয় করেছিলেন। তার পরে ২০০৯ সালে ‘লাক’ ছবিতে নায়িকা হিসাবে আত্মপ্রকাশ তাঁর। সেই ছবিতে গানও গেয়েছিলনে শ্রুতি। এর পরে ‘দিল তো বচ্চা হ্যায় জি’, ‘ডি ডে’, ‘গব্বর ইজ় ব্যাক’ নামে হিন্দি ছবিতে অভিনয় করেন। বহু দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন শ্রুতি। শোনা যায়, ছবিতে অভিনয় করে ৬ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি।
অভিনয়ের সঙ্গে ব্র্যান্ডের হয়ে প্রচারও করেন শ্রুতি। এক একটি ব্র্যান্ডের সঙ্গে জোট বাঁধতে ৫ লক্ষ টাকা করে নেন তিনি। হিসাব অনুযায়ী মাসে ৫০ লক্ষ টাকা আয় তাঁর, অর্থাৎ বার্ষিক আয় ৬ কোটি টাকা। আর অনুষ্ঠানে গান গেয়ে ১ কোটি টাকা নেন তিনি।
মুম্বইয়ে বিলাসবহুল বাড়ি রয়েছে শ্রুতির। সেটির অন্দরসজ্জার পিছনে নাকি বহু খরচ করেছেন অভিনেত্রী। এ ছাড়াও দেশের একাধিক জায়গায় তাঁর বাসস্থান রয়েছে। গাড়ির সম্ভারও চোখে পড়ার মতো। রেঞ্জ রোভার, থেকে শুরু করে অডি ও টয়োটা গাড়ি রয়েছে তাঁর সম্ভারে।