Border 2

পাকিস্তানের হানিয়ার সঙ্গে কাজ করে বিতর্কে জড়িয়েছিলেন!‘বর্ডার ২’-তে দিলজিৎকে নিয়ে ফের সমস্যা?

পহেলগাঁও কাণ্ডের পরে সমস্ত পাকিস্তানি শিল্পীর উপর দেশে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। তবে নিজের ছবি ‘সর্দারজি ৩’ থেকে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে বাদ দেননি দিলজিৎ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ২০:২১
Share:

ফের বিতর্কে দিলজিৎ? ছবি: সংগৃহীত।

প্রশংসিত হচ্ছে ‘বর্ডার ২’। তবে তার পাশাপাশি বিভিন্ন কারণে কটাক্ষের মুখেও পড়ছে এই ছবি। তার মধ্যে একটি কারণ দিলজিৎ দোসাঞ্জ। নিন্দকদের মতে, এই ছবিতে দিলজিৎ না থাকলে আরও ভাল হতে পারত। এর জবাব দিয়েছেন প্রযোজক ভূষণ কুমার। কিন্তু কেন দিলজিৎকে নিয়ে আপত্তি নিন্দকদের?

Advertisement

পঞ্জাবি ছবি ‘সর্দারজি ৩’ নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন দিলজিৎ। পহেলগাঁও কাণ্ডের পরে সমস্ত পাকিস্তানি শিল্পীর উপর দেশে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। তবে নিজের ছবি ‘সর্দারজি ৩’ থেকে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে বাদ দেননি দিলজিৎ। সেই কারণে বহু কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। এমনকি, ‘দেশদ্রোহী’ বলেও কটাক্ষ করা হয়েছিল তাঁকে।

তাই ‘বর্ডার ২’ মুক্তি পেতেই নিন্দকদের প্রশ্ন, কেন দিলজিৎকে রাখা হল? বিভিন্ন রকমের ব্যঙ্গ ও রসিকতাও হচ্ছে এই পঞ্জাবি অভিনেতা তথা গায়ককে নিয়ে। এই বিতর্কে ভূষণ কুমার জানিয়েছেন, ছবিটির ভাবনা তৈরি হওয়ার সময় থেকে তাঁরা জানতেন, সানি দেওলকে থাকতেই হবে। পরিচালক অনুরাগ সিংহ মনে করেছিলেন দিলজিৎ, বরুণ ধবন ও অহান শেট্টীকেও এই ছবিতে দরকার। তাই প্রযোজক প্রত্যেক অভিনেতাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

Advertisement

প্রযোজক বলেন, “আমরা ছবির কাজ শুরু করতেই এই চাপটা শুরু হল। তবে এই সব ব্যঙ্গ, সমালোচনার জন্য যদি আমরা অভিনেতাদের বদলে দিতে শুরু করে আমাদের মতো প্রযোজনা সংস্থা, তা হলে আমাদের আর ছবি তৈরি করাই উচিত নয়।”

দিলজিৎ সম্পর্কেও তিনি বলেছেন, “আপনারা ওঁকে পর্দায় দেখেন। ব্যক্তিগত ভাবে চেনেন না। জানেন না, ওঁর ভাবনাচিন্তা কেমন। তাই যা মন চায় বলেন। আপনারা যেমন ভাবেন, তিনি কিন্তু তেমন নন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement