Bobby Deol Birthday

মুম্বইয়ে দু’টি বাংলো, স্ত্রী পেয়েছেন তাঁর বাবার অঢেল সম্পত্তি! ববি মোট কত টাকার অধিকারী?

ববির স্ত্রীর সম্পত্তিও উল্লেখযোগ্য। তান্যা দেওল পেশায় বাড়ির অন্দরসজ্জা শিল্পী। তান্যা উত্তরাধিকার সূত্রেও তাঁর বাবার থেকে ব়ড় অংশের সম্পত্তির ভাগ পেয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১০:০৫
Share:

ববির চেয়ে তাঁর স্ত্রীর সম্পত্তি কয়েক গুণ বেশি! ছবি: সংগৃহীত।

অভিনয়ের সফর শুরু করেছিলেন ১৯৭৭ সালে। শিশুশিল্পীর চরিত্রে অভিনয় করেছিলেন। তার পরে বড় হয়ে ববি দেওলের প্রথম আত্মপ্রকাশ ১৯৯৫ সালে ‘বাদল’ নামে একটি ছবিতে। তবে জনপ্রিয়তা পেয়েছিলেন ১৯৯৭ সালের ছবি ‘গুপ্ত’ থেকে। তার পর থেকে বলিউডে নানা ওঠাপ়ড়া দেখেছেন। ২৭ জানুয়ারি পূর্ণ করলেন ৫৭ বছর। বলিউডের এই দীর্ঘ সফরে তিনি কত সম্পত্তির অধিকারী হতে পারলেন?

Advertisement

এক সময়ে ‘সোলজার’-এর মতো সফল ছবির নায়ক ছিলেন তিনি। তার পরে ‘বিচ্ছু’, ‘অজনবি’, ‘হমরাজ়’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি। বক্সঅফিসে ঝড় না তুললেও, সেই সময়ে নজর কেড়েছিল ছবিগুলি। ২০০৭ সালে ‘ঝুম বরাবর ঝুম’-এর মতো বড় বাজেটের ছবিতে অভিনয় করলেও তা বক্সঅফিসে অসফল হয়। ক্রমশ হারিয়ে যেতে শুরু করেছিলেন তিনি। ফের তাঁকে ফিরিয়ে আনেন সন্দীপ রেড্ডী বাঙ্গা। ২০২৩ সালে ‘অ্যানিম্যাল’ ছবিতে একেবারে অন্যরূপে দেখা যায় তাঁকে। তার পর থেকে পর পর বেশ কিছু সফল কাজ করেছেন তিনি। তার মধ্যে অন্যতম অনুরাগ কাশ্যপের ‘বান্দর’।

বর্তমানে ববি ৬৭-৭০ কোটি টাকার সম্পত্তির মালিক। জানা যায়, প্রতি ছবির জন্য তিনি চার থেকে আট কোটি টাকা পারিশ্রমিক নেন। এর পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের হয়েও প্রচার করেন তিনি। সেখান থেকে তাঁর বার্ষিক আয় ১ কোটি টাকা। ববির স্ত্রীর সম্পত্তিও উল্লেখযোগ্য। তান্যা দেওল পেশায় বাড়ির অন্দরসজ্জা শিল্পী। তিনি নাকি মোট ৩০০ কোটি টাকার সম্পত্তির মালকিন। তান্যা উত্তরাধিকার সূত্রেও তাঁর বাবার থেকে ব়ড় অংশের সম্পত্তির ভাগ পেয়েছেন।

Advertisement

ববি ও তান্যার এই সম্পত্তির মধ্যে রয়েছে মুম্বইয়ে তাঁদের বিলাসবহুল বাংলো যার দাম ৬ কোটি টাকা। এ ছাড়াও জুহুতে রয়েছে উত্তরাধিকার সূত্রে পাওয়া আরও একটি বাংলো। এর গাম ৬৫ কোটি টাকার কাছাকাছি বলে জানা যায়। ববির গাড়ির সম্ভারে রয়েছে, রেঞ্জ রোভার ও মার্সিডি়জ় বেঞ্জ-এর মতো গাড়ি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement