Chhaava director met Raj Thackeray

রাজ ঠাকরের সঙ্গে দেখা করলেন পরিচালক! তার পরেই ভিকি-রশ্মিকার ছবি ‘ছাবা’-তে বড় বদল

মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরের সঙ্গে দেখা করার পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন ছবির পরিচালক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৫:১৩
Share:

রাজ ঠাকরের সঙ্গে দেখা করেই ভিকি-রশ্মিকার ছবিতে বদল আনলেন পরিচালক। ছবি: সংগৃহীত।

প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কে ‘ছাবা’। ছবিতে উঠে এসেছে ছত্রপতি সম্ভাজি মহারাজের বেশ কিছু ঘটনা। পর্দায় স্ত্রী যেশুবাঈকে নিয়ে সম্ভাজি মহারাজের নাচ-গান থেকেই সমস্যার সূত্রপাত। এ সবের মধ্যে ‘ছাবা’ নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন পরিচালক লক্ষ্মণ ইউটেকর।

Advertisement

সোমবার লক্ষ্মণ জানিয়ে দিলেন ছত্রপতি ও যেশুবাইয়ের নাচের দৃশ্য ছবি থেকে বাদ দেওয়া হবে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরের সঙ্গে দেখা করার পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন ছবির পরিচালক। আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন তিনি। ছবিতে মরাঠা যোদ্ধা সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। তাঁর বিপরীতে স্ত্রী যেশুবাইয়ের চরিত্রে রশ্মিকা মন্দানা।

গত সপ্তাহে মুক্তি পেয়েছে ছবির ঝলক। বিবৃতিতে পরিচালক বলেছেন, “আমি রাজ ঠাকরের সঙ্গে দেখা করেছি। খুবই শিক্ষিত মানুষ তিনি। তাই ওঁর থেকে আমি কিছু পরামর্শ নিয়েছি। সত্যিই ওঁর পরামর্শ আমার কাছে খুবই মূল্যবান। ওঁর সঙ্গে দেখা করার পরেই সিদ্ধান্ত নিয়েছি, সম্ভাজি মহারাজের নাচের দৃশ্য মুছে দেব আমরা।”

Advertisement

দৃশ্যটিতে সম্ভাজি মহারাজ ও যেশুবাইকে ‘লেজ়িম’ নৃত্য পরিবেশন করতে দেখা যায়। এটি মহারাষ্ট্রের লোকনৃত্য। পরিচালক বিবৃতিতে বলেছেন, “লেজ়িম নৃত্য কোনও বিরাট বিষয় নয়। সম্ভাজি মহারাজ এই নাচের থেকে অনেক বড়। তাই আমরা ছবি থেকে এই নাচের দৃশ্যে মুছে দিচ্ছি।”

শিবাজি সওয়ান্তের উপন্যাস ‘ছাবা’র উপর ভিত্তি করে এই ছবি তৈরি করেছেন লক্ষ্মণ। ছত্রপতি শিবাজির জ্যেষ্ঠ পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজ। এই বইতে ২০ বছর বয়সি যোদ্ধা হিসাবে সম্ভাজি কেমন ছিলেন, তা-ও তুলে ধরা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement