Entertainment News

রীতার প্রয়াণে শোকবার্তা টুইট করলেন মুখ্যমন্ত্রী

রীতার প্রয়াণে শোকবার্তা টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিবার, বন্ধু ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৭ ১৮:৩১
Share:

রীতা কয়রাল। ইনসেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার সকালেই স্টুডিও পাড়ায় ছড়িয়ে পড়ে খবর। প্রয়াত হয়েছেন অভিনেত্রী রীতা কয়রাল। ৫৮ বছরেই রীতার চলে যাওয়াটা মেনে নিতে পারছিলেন না কেউই। শোকের ছায়া নেমে আসে শিল্পী মহলে।

Advertisement

আরও পড়ুন, ‘রীতা আন্টি আর বন্ধন বলে ডাকবে না’

রীতার প্রয়াণে শোকবার্তা টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিবার বন্ধু ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

Advertisement

রীতার প্রয়াণে শোকবার্তা টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিবার বন্ধু ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই লিভার ক্যানসারে ভুগছিলেন রীতা। তাঁর চিকিত্সাও চলছিল। সাতদিন আগে তিনি শেষ শুটিং করেন। তারপরই অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁরে। পরে সুস্থ হয়ে বাড়িতেও চলে আসেন। রবিবার শারীরিক অবস্থার ফের অবনতি হয় তাঁর।

আরও পড়ুন, রীতার প্রয়াণে কথা বলতে পারছে না, কেঁদেই চলেছে ‘রাখি’

দৃঢ় চরিত্রের রীতা তাঁর শারীরিক কষ্ট সামলেও অভিনয় চালিয়ে গিয়েছেন বলে জানিয়েছেন তাঁর সহ অভিনেতা-অভিনেত্রীরা। টেলিভিশনে নিয়মিত অভিনয় করতেন। বহু চলচ্চিত্রও তাঁর অভিনয়ে সমৃদ্ধ হয়েছে। ‘‌অসুখ’, ‘ইতি মৃণালিনী’, ‘দত্ত ভার্সাস দত্ত’-র মতো ছবিতে তাঁর অভিনয় দর্শকদের ভাল লেগেছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন