Chiranjeevi

সাইকেল চালিয়ে প্রিয় অভিনেতার কাছে হাজির, চিরঞ্জীবীর আপ্যায়নে অভিভূত অনুরাগী, পেলেন দারুণ উপহার

দক্ষিণী ছবির তারকা অভিনেতা চিরঞ্জীবী। সারা দেশ জুড়ে তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তাঁদের মধ্যেই এক অনুরাগী মন জয় করলেন অভিনেতার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ১৭:৩৮
Share:

মহিলা অনুরাগীর সঙ্গে দক্ষিণী তারকা চিরঞ্জীবী। ছবি: সংগৃহীত।

প্রিয় তারকার সঙ্গে দেখা করবেন! তাও আবার তিনশো কিলোমিটার সাইকেল চালিয়ে! চিরঞ্জীবীর দেখা পেতে এই ‘সামান্য’ কষ্ট কী আর এমন! সেটাই করে দেখালেন তারকার এক অনুরাগী। সব শেষে দেখাও পেলেন প্রিয় তারকার। সুযোগ পেলেন কথা বলার, এমনকি গল্প করারও। এর পর অনুরাগীকে কী কথা দিলেন অভিনেতা?

Advertisement

দক্ষিণী তারকা চিরঞ্জীবীর এই অনুরাগিণীর নাম রাজেশ্বরী। এত কাণ্ড ঘটিয়ে আপাতত তিনি ভাইরাল। রাজেশ্বরী অন্ধ্রপ্রদেশের আদোনির বাসিন্দা। অন্য দিকে, চিরঞ্জীবী থাকেন হায়দরাবাদে। সম্প্রতি রাজেশ্বরী সাইকেল চালিয়ে পাড়ি দেন হায়দরাবাদের উদ্দেশে। শারীরিক ক্লান্তি উপেক্ষা করেই তিনশো কিলোমিটার সাইকেল চালিয়ে সোজা হাজির হন তারকার বাড়ির সামনে। বিষয়টি তারকার কানে পৌঁছোতেই, একটুও সময় নষ্ট করেননি তিনি। একান্তে সাক্ষাতের সিদ্ধান্ত নেন। স্বাভাবিক ভাবেই, প্রিয় তারকার সঙ্গে দেখা করতে পেরে আবেগে আপ্লুত অনুরাগীও।

খবর, অনুরাগীকে সাদর অভ্যর্থনা জানান চিরঞ্জীবী। অভিনেতার সঙ্গে দেখা হতেই, তাঁকে রাখি পরান রাজেশ্বরী। অনুরাগীর আপ্যায়নে যেন কোনও ত্রুটি না থাকে, নজর রেখেছিলেন তারকা। রাজেশ্বরীকে উপহার দিয়েছেন সুন্দর একটি শাড়ি। শুধু তাই নয়, ওই মহিলার ছেলেমেয়ের পড়াশোনার সমস্ত দায়িত্বও নিয়েছেন অভিনেতা। চিরঞ্জীবীর এই পদক্ষেপে মুগ্ধ সমাজমাধ্যম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement