Entertainment News

‘শাহরুখের গায়ের গন্ধ দুর্দান্ত’, বললেন এই অভিনেত্রী

মাত্র একটা ছবিতে এক সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। সেই একটা ছবিই সুপার ডুপার হিট। তাঁর অভিনীত চরিত্রও দাগ কেটেছিল দর্শকদের মনে। কিন্তু সেই ছবির ১০ বছর পরেও এখনও কিঙ্গ খানে বুঁদ হয়ে রয়েছেন এই অভিনেত্রী। প্রমাণ দিলেন নিজেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৭ ১০:০৯
Share:

মাত্র একটা ছবিতে এক সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। সেই একটা ছবিই সুপার ডুপার হিট। তাঁর অভিনীত চরিত্রও দাগ কেটেছিল দর্শকদের মনে। কিন্তু সেই ছবির ১০ বছর পরেও এখনও কিঙ্গ খানে বুঁদ হয়ে রয়েছেন এই অভিনেত্রী। প্রমাণ দিলেন নিজেই।

Advertisement

‘চক দে ইন্ডিয়া’র সেই খুদে ‘পটাকা’কে নিশ্চয়ই মনে আছে? ঠিকই ধরেছেন চিত্রশী রউতের কথাই হচ্ছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাহরুখের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলছিলেন চিত্রশী। তাঁকে ‘চক দে ইন্ডিয়া’র কথা জিজ্ঞাসা করা হলে চিত্রশী বলেন, ‘‘সমস্ত দিক থেকেই প্রকৃত রাজা শাহরুখ। ভীষণ জ্ঞানী। আর ওঁর গায়ের গন্ধও ভীষণ সুন্দর!’’

আরও পড়ুন: ‘ভূত’-এর নাম অনুষ্কা শর্মা, ‘বিরাট’ শুনলেই অগ্নিশর্মা!

Advertisement

এরপরেই চিত্রশীকে জি়জ্ঞাসা করা হয়, আবার কী কাজ করবেন শাহরুখের সঙ্গে? এর উত্তরেও চক দে গার্ল বলেন, শাহরুখের সঙ্গে অভিনয়ের জন্য তিনি সব সময় মুখিয়ে আছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement