Pratik Shah Row

প্রতীক কথা দিয়েছিলেন, আর কখনও কোনও মহিলাকে যৌন হেনস্থা করবেন না! কেন প্রতিজ্ঞা ভাঙলেন?

পাঁচ বছর আগের ঘটনা প্রকাশ্যে এনেছেন চিত্রগ্রাহক এবং ছবির পরিচালক জুহি শর্মা। তিনি কিন্তু প্রতীক শাহের যৌন কেলেঙ্কারি প্রসঙ্গে বলছেন অন্য কথা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুন ২০২৫ ১৪:৪২
Share:

জুহি শর্মা মুখ খুললেন প্রতীক শাহকে নিয়ে। ছবি: সংগৃহীত।

আগেও সতর্ক করা হয়েছিল প্রতীক শাহকে। কিন্তু পাঁচ বছরেও নিজেকে শুধরে নেননি সিনেমাটোগ্রাফার! আবারও তাঁর নামে যৌন হেনস্থার অভিযোগ। এ বার সেই বিষয়ে মুখ খুললেন প্রতীকের বন্ধু ও পরিচালক-সিনেমাটোগ্রাফার জুহি শর্মা।

Advertisement

২০২০ সালে এক তরুণী ‘হোমবাউন্ড’-খ্যাত সিনেমাটোগ্রাফার প্রতীকের বিরুদ্ধে প্রথম যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছিলেন। ওই তরুণী নিজেও চিত্রগ্রাহক। তাঁর অভিযোগ জুহির কানে আসতেই তিনি ইন্ডিয়ান উইমেন সিনেমাটোগ্রাফার কালেক্টিভ (আইডব্লিউসিসি)-এ তোলেন। সে বার সংগঠনের তরফ থেকে প্রতীককে সতর্ক করা হয়েছিল। কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

২০২৫ সালে ফের কাঠগড়ায় প্রতীক। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীছবিতে তাঁকে ক্যামেরা সামলানোর দায়িত্ব দিয়েছিলেন পরিচালক বিক্রম মোতওয়ানে। তার পরই প্রতীকের বিরুদ্ধে অভিযোগ ওঠে, এই ছবির অজুহাতে তিনি নাকি প্রায় ২০ জন মহিলার থেকে নগ্ন ছবি চেয়ে পাঠিয়েছেন। এ বার এই অভিযোগ কোনও মহিলা তোলেননি, তুলেছেন পরিচালক অভিনব শাহ।

Advertisement

সম্প্রতি এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন জুহি। তাঁর কথায়, “প্রথম বার সংগঠনের পক্ষ থেকে যখন প্রতীককে সাবধান করা হয়েছিল তখন তিনি কথা দিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে এ রকম অভিযোগ জানানোর সুযোগ আর কখনও দেবেন না।”

পাঁচ বছর আগে কী হয়েছিল? জুহি জানান, এক তরুণী চিত্রগ্রাহক প্রতীকের কাজের গুণমুগ্ধ ছিলেন। তিনি প্রতীকের সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করে সমাজমাধ্যমে তাঁকে অনুসরণ করতে থাকেন। শুরু হয় বার্তালাপ। তরুণীর অভিযোগ, এই বার্তালাপের মধ্যেই নাকি এক দিন তাঁর নগ্ন ছবি চেয়ে পাঠান প্রতীক।

তরুণীর অভিযোগ শুনে জুহি নিজেও অবাক হয়ে গিয়েছিলেন। বিষয়টি জানান ‘ইন্ডিয়ান উইমেন সিনেমাটোগ্রাফার কালেক্টিভ’কে। জানতে চাওয়া হয়, আর কোনও মহিলার সঙ্গে এমনটা ঘটেছে কিনা। তবে সে সময় আর কেউ এ বিষয়ে মুখ খোলেননি।

জুহি বলেন, “আমি বিশ্বাস করি, কেউ কোনও ভুল করলে তাকে সংশোধনের সুযোগ দেওয়া প্রয়োজন। ‘বেরিয়ে যাও’ বলে তাড়িয়ে দিলে সমস্যার সমাধান হয় না। সেই পদক্ষেপই করা হয়েছিল প্রতীকের সঙ্গে। ওকে আমরা সুযোগ দিয়েছিলাম।” প্রতীকও সেই সময় সংগঠনকে জানিয়েছিলেন, তাঁকে এ ভাবে ভুল ব্যাখ্যা করা হবে একবারও বুঝতে পারেননি। কথা দিয়েছিলেন, আগামী দিনে তিনি এমন কোনও কাজ করবেন না যাতে ফের তাঁকে নিয়ে পেশাদুনিয়ায় কোনও সমস্যা তৈরি হয়!

এ বারের ঘটনায় জুহি হতাশ! তিনি জানিয়েছেন, একজন ভারতীয় চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত এক জন মহিলা হিসাবে তাঁর কাছে এই অভিজ্ঞতা একেবারেই নতুন নয়। বহু পুরুষের কাছ থেকে এমন প্রস্তাব তিনিও পেয়েছেন বলে দাবি করেছেন জুহি। তিনি বলেন, “আমি সেই সব পুরুষের সঙ্গে কথা বলে সরাসরি বলেছিলেন, “আপনি যা করলেন তা মারাত্মক, আমি চাইলেই সকলকে জানাতে পারি, কিন্তু জানাব না।’ ঠিক এই ভাবেই প্রতীককেও সতর্ক করতে চেয়েছিলাম।”

জুহি জানিয়েছেন, ইন্ডিয়ান ওমেন সিনেমাটোগ্রাফার কালেক্টিভ-এর তরফে কড়া পদক্ষেপ করা হবে। তিনি জানিয়েছেন, প্রতীক বা অন্য কারও তরফ থেকে কোনও মহিলা এ ধরনের প্রস্তাব পেয়ে থাকলে তা যেন সংগঠনকে তাঁরা জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement