Tollywood News

বড় অঘটন, আকস্মিক মৃত্যু টলিপাড়ার চিত্রগ্রাহকের মায়ের, ঠিক কী ঘটেছে?

পারিবারিক গোলযোগের জন্য আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সৌমিক হালদারের মা, টলিপাড়ার অন্দরের ফিসফাস এমনটাই। যদিও এই প্রসঙ্গ সম্পূর্ণ এড়িয়ে গিয়েছেন সৌমিক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৭
Share:

কী ঘটেছে? ছবি: সংগৃহীত।

টলিপাড়ার চিত্রগ্রাহক সৌমিক হালদারের মায়ের আকস্মিক মৃত্যু। বয়স হয়েছিল ৭২। পারিবারিক গোলযোগের কারণে চরম সিদ্ধান্ত নিয়েছেন, ইন্ডাস্ট্রির অন্দরের খবর এমনটাই। এ প্রসঙ্গে সৌমিকের সঙ্গে আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হলে, পারিবারিক গোলযোগ বা এই সংক্রান্ত বিষয়টি পুরোই এড়িয়ে গিয়েছেন তিনি। সৌমিক বলেন, “মায়ের বয়স হয়েছিল। এই মুহূর্তে আমি হাসপাতালে আছি। খুবই ব্যস্ত। তাই বেশি কথা বলতে পারছি না, দুঃখিত।”

Advertisement

চিত্রগ্রাহক হিসাবে টলিপাড়ায় বেশ নামডাক রয়েছে সৌমিকের। পরিচালনার কাজও করেছেন তিনি। ‘ব্যোমকেশ’ সিরিজ়ের পরিচালক হিসাবে তাঁকে পেয়েছে দর্শক। সিনেমাই তাঁর ধ্যানজ্ঞান। ছোট থেকে ছবির প্রতি এক আলাদা ভালবাসার কথা অনেক সাক্ষাৎকারেই বলেছেন তিনি।

এক সাক্ষাৎকারে সৌমিক জানিয়েছিলেন, সুব্রত মিত্র তাঁর অনুপ্রেরণা। তিনি বলেছিলেন, “ছাত্রাবস্থায় ওঁকে অন্ধভাবে ফলো করতাম। সন্তোষ শিবনকেও খুব ফলো করি। আমি তো আদতে টেকনিক্যাল লোক। অভিনয় কী ভাবে এগজ়িকিউট করতে হবে, সেটা শিখেছি ঋতুদাকে দেখে। তবে প্রসেনজিৎ, ঋতুপর্ণ ঘোষ ও শ্রীকান্ত মোহতা যদি না থাকতেন, তা হলে কিছুই সম্ভব হত না।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement