Dhanush Mrunal Wedding

প্রেমদিবসে মৃণালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ধনুষ? প্রকাশ্যে সত্য

দক্ষিণী চলচ্চিত্রজগতের তারকা রজনীকান্তের মেয়ের সঙ্গে ধনুষের বিবাহবিচ্ছেদ হয়েছে ২০২৪ সালের নভেম্বরে। এর মধ্যেই গুঞ্জন, মৃণালের প্রেমে পড়েছেন অভিনেতা। এখন শোনা যাচ্ছে, তাঁরা নাকি শীঘ্রই বিয়েও সারবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১৯:১৫
Share:

(বাঁ দিকে) মৃণাল ঠাকুর, (ডান দিকে) ধনুষ। ছবি: সংগৃহীত।

বছরের শুরুতেই বিনোদনদুনিয়ার একের পর এক জুটির বিয়ের খবর শোনা যাচ্ছে। খবর, বিয়ে সারবেন বিজয়-রশ্মিকা, শ্রদ্ধা-রাহুল। এ বার শোনা যাচ্ছে, দ্বিতীয় বার বিয়ে করতে চলেছেন দক্ষিণী তারকা ধনুষ। পাত্রী অভিনেত্রী মৃণাল ঠাকুর। ১৪ ফেব্রুয়ারি, অর্থাৎ প্রেমদিবসেই নাকি এক হবে চারহাত। অবশেষে সত্যিটা এল প্রকাশ্যে।

Advertisement

দক্ষিণী চলচ্চিত্রজগতের তারকা রজনীকান্তের মেয়ের সঙ্গে ধনুষের বিবাহবিচ্ছেদ হয়েছে ২০২৪ সালের নভেম্বরে। এর মধ্যেই গুঞ্জন, মৃণালের প্রেমে পড়েছেন অভিনেতা। গুঞ্জনের সূত্রপাত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো। সেখানে ধনুষের দিকে মুগ্ধদৃষ্টিতে মৃণালকে তাকিয়ে থাকতে দেখা যায়। অন্য দিকে, কথাবার্তার মাঝে বেখেয়ালেই বার বার অভিনেত্রীর হাত ধরতে দেখা যায় ধনুষকে। মৃণালের গত বছরের জন্মদিনের তারকাখচিত উদ্‌যাপনে যোগ দিয়েছিলেন ধনুষ। তার পর থেকেই প্রেমের জল্পনা জোরালো হয়েছে। ভিডিয়ো প্রসঙ্গে পরে মৃণাল কখনও জানিয়েছেন, তিনি ধনুষের অনুরাগী। কখনও জানান, তিনি অভিনেতার ভাল বন্ধু। আবার কখনও বলেছেন, ‘‘অনেকেই বিনা পয়সায় আমার প্রচার করেছেন।’’

এ বার তাঁদের বিয়ের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে নেটমহলে। তার পরেই ধনুষের এক ঘনিষ্ঠ তাঁদের বিয়ের খবর নস্যাৎ করে বলেন, ‘‘যা রটেছে তা একেবারে ভিত্তিহীন। এমন কথায় কান দেবেন না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement