Amitabh Bachchan

‘বড় অনুশোচনা হয়,’ কেবিসি-র শেষে বাড়িতে বসে কোন অনুযোগের কথা জানালেন অমিতাভ?

‘অ্যানালগ’ থেকে ‘ডিজিটাল’, বড়পর্দা থেকে অণুপর্দা— সবই দেখেছেন অমিতাভ। এ বার এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে নিতে যেন ক্লান্ত বিগ বি। জানালেন নিজের অনুযোগের কথা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১৮:১৭
Share:

অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত।

৮৩ বছর বয়স তাঁর। কিন্তু, এখনও বিশ্রাম নেননি অমিতাভ বচ্চন। রীতিমতো কাজ করে যাচ্ছেন। দীর্ঘ ছয় দশকের কর্মজীবনে বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। ‘অ্যানালগ’ থেকে ‘ডিজিটাল’, বড়পর্দা থেকে অণুপর্দা— সবই দেখেছেন অমিতাভ। এ বার এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে নিতে যেন ক্লান্ত বিগ বি। জানালেন নিজের অনুযোগের কথা।

Advertisement

কাজের দ্রুত পরিবর্তনশীল ধরন সম্পর্কে মতামত প্রকাশ করে অমিতাভ জানান, প্রতিটি দিনই নতুন একটা পাঠ। কিন্তু, আধুনিক সময়ের গতির সঙ্গে তাল মিলিয়ে চলা কঠিন হয়ে দাঁড়ায়। কারণ, তাঁরও বয়স বাড়ছে। অভিনেতা তাঁর ব্লগে নিজে অনুশোচনার কথা জানান। তাঁর আক্ষেপ, যা কিছু এখন শিখছেন তা যদি আগে শিখতে পারতেন, তা হলে আরও ভাল হত।

অমিতাভের কথায়, ‘‘আফসোস আরও বেশি, কারণ এখন যা শেখা হচ্ছে তা আগে ছিল না। আর এখন সময় এবং বয়সের সঙ্গে সঙ্গে শেখার ইচ্ছা, প্রচেষ্টা এবং শক্তি কমে যাচ্ছে।’’ তারকা লক্ষ করেছেন, নতুন ব্যবস্থা এত দ্রুত বিকশিত হয় যে যত ক্ষণে সেগুলি আত্মস্থ হয়, তত ক্ষণে নতুন কিছু আবিষ্কৃত হয়ে হয়ে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement