নুসরত জাহানের জন্মদিনে বিশেষ কী আয়োজন হল? ছবি: সংগৃহীত।
৮ জানুয়ারি অভিনেত্রী নুসরত জাহানের জন্মদিন। নায়ক-নায়িকাদের জন্মদিন মানে একটু তো বিশেষ আয়োজন থাকবেই। সাধারণত জন্মদিনে নুসরত শহরের বাইরেই থাকেন। তা হলে এই বছরেও কি বিশেষ দিনটা শহরের বাইরেই পালন করবেন তাঁরা? ঘনিষ্ঠ সূত্র বলছে, এই বছরে তাঁদের পরিকল্পনা একটু অন্যরকম। কলকাতা থেকে একটু দূরে। সবটা নাকি পরিকল্পনা করেছেন নায়িকার স্বামী।
বুধবার সকালে নিজেদের দু’টি ছবি সমাজমাধ্যমে দিয়েছেন তাঁরা। বোঝা যাচ্ছে, কোথাও একটা যাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেল, জন্মদিন উপলক্ষে বোলপুরের দিকে একটি রিসর্ট ভাড়া করেছেন নায়ক-নায়িকা। বুধবার রাতে নাকি নুসরতের একটি অনুষ্ঠানও আছে। সূত্র বলছে, তবে কাজের ফাঁকে মাঝরাত থেকেই জন্মদিনের উদ্যাপন শুরু। দেশি মুরগির ঝোল দিয়ে সেই উদ্যাপনের শুরু।
তবে এই আনন্দে শুধু যশ-নুসরত নন, তাঁদের দুই ছেলে আর পোষ্যরাও রয়েছে সঙ্গে। জন্মদিনে নাকি নায়িকার কোনও কড়া ডায়েট থাকে না। এ দিন তিনি সব খাওয়াদাওয়া করেন। ঘনিষ্ঠ সূত্র, বলছে যশ-নুসরত-সহ তাঁদের গোটা পরিবার খুবই খাদ্যরসিক। দুই ছেলে মিলে বিশেষ পরিকল্পনাও নাকি করেছে। এ ছাড়াও জন্মদিনের দুপুরে নাকি মাংসের বিশেষ পদ রান্না হবে। নায়িকার ঘনিষ্ঠমহল সূত্রে খবর, জন্মদিনের কেকেও থাকবে বিশেষত্ব। চকোলেট স্বাদের কেকই নাকি নুসরতের প্রিয়। কিন্তু এই বিষয়ে এখনও নায়িকা নাকি কিছুই জানেন না। তবে এত কিছুর মধ্যেও কাজের ব্যস্ততা রয়েছে। এই মাসে অভিনেত্রীর একগুচ্ছ অনুষ্ঠান আছে। তাই পরিবারের সঙ্গে থাকলেও কাজের ব্যস্ততাও থাকবে এ দিন। শহরে ফিরে নাকি এই উপলক্ষে বিশেষ আয়োজনের পরিকল্পনাও করছেন নায়িকা।