Sayantika Banerjee

বিধানসভা ভোটের আগেই নিজের জন্য বড় সিদ্ধান্ত সায়ন্তিকার, নতুন বছরে কী শুরু করলেন তিনি?

বার বার নানা নেতিবাচক মন্তব্যের সম্মুখীন হতে হয়েছে তাঁকে। নতুন বছর পড়তেই নতুন করে শরীরচর্চা শুরু করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১৯:১৪
Share:

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কী সিদ্ধান্ত নিয়েছেন? ছবি: সংগৃহীত।

কিছু দিন ধরে নিজের চেহারা নিয়ে সমাজমাধ্যমে ক্রমাগত কটাক্ষের শিকার হচ্ছেন অভিনেত্রী তথা তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বার বার নানা নেতিবাচক মন্তব্যের সম্মুখীন হতে হয়েছে তাঁকে। নতুন বছর পড়তেই নতুন করে তাই শরীরচর্চা শুরু করলেন তিনি। রাজনীতির কাজ নিয়ে গত কয়েক মাস ধরে খুবই ব্যস্ত সায়ন্তিকা। এর মাঝে কী ভাবে শরীরচর্চা করছেন তিনি?

Advertisement

পোষ্য সিরাজের চলে যাওয়া খুবই প্রভাব ফেলেছিল তাঁর মনে। সেই সঙ্গে তাঁর রাজনৈতিক কর্মক্ষেত্রের চাপও প্রভাব ফেলেছিল প্রতি দিনের জীবনে। খাওয়াদাওয়া-সহ সবকিছুই অনিয়মিত হচ্ছিল। সেই সঙ্গে গ্যাসট্রিকের সমস্যাও দেখা দিয়েছিল। ডায়েট মেনে খাওয়াদাওয়া করতে পারেননি। এ প্রসঙ্গে সায়ন্তিকা বললেন, “ওজন তো এমনিই ঝরে যাবে। কিন্তু আমি নিজের ফিটনেসের দিকে বেশি নজর দিতে চাই। অনেকেই অনেক কথা বলেছেন। কিন্তু জানেন না, কে কখন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু সঠিক খাওয়াদাওয়া না করে শুধু জিম করলে চলবে না। আমি বাড়ির তৈরি খাবারই খাওয়ার চেষ্টা করছি।”

সামনেই বিধানসভা নির্বাচন। সেই নিয়ে ব্যস্ততা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শাসকদলে। এ ছাড়াও ‘এসআইআর’-এর কাজে এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন সায়ন্তিকা। এখনই তাই পর্দায় ফেরার পরিকল্পনা নেই তাঁর। তবে তিনি জানিয়েছেন, শুধুমাত্র পর্দায় ফেরার জন্যই শরীরচর্চা শুরু করেছেন তা নয়, নিজেকে ভিতর থেকে সুস্থ রাখার জন্যই এই সিদ্ধান্ত তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement