চলে গেলেন কৌতুক অভিনেতা রজক খান

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বুধবার মৃত্যু হল বিখ্যাত কৌতুক অভিনেতা রজক খান। আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ হঠাৎ করে এই বর্ষীয়ান অভিনেতা বুকে ব্যথা অনুভব করায় তাঁকে বান্দ্রার হোলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুন ২০১৬ ১৯:৪০
Share:

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বুধবার মৃত্যু হল বিখ্যাত কৌতুক অভিনেতা রজক খানের। আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ হঠাৎ করে এই বর্ষীয়ান অভিনেতা বুকে ব্যথা অনুভব করায় তাঁকে বান্দ্রার হোলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

বলিউডের বহু ছবিতে তিনি অভিনয় করেছিলেন। ‘রাজা হিন্দুস্তানি’, ‘হেরা ফেরি’, ‘বাদশাহ’-র মতো ছবিতে তাঁর অভিনয় দর্শকরা আজও মনে রেখেছে। সম্প্রতি ‘কমেডি নাইটস্ উইথ কপিল’ শো-এর বেশ কয়েকটি এপিসোডেও তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। চিত্র পরিচালক প্রিয়দর্শন রজক খানের আকস্মিক মৃত্যুতে শোক জ্ঞাপন করছেন। ঋষি কপূর টুইট করে বলেন,‘আমার বহু ছবির সহকর্মী ছিলেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement