বাফটা-য় ব্রাত্য মহিলারা

তুমুল সমালোচনার মুখে পড়েছেন বাফটা (ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস) পুরস্কারের বিচারকমণ্ডলী। পরপর পাঁচ বার, বাফটা-র সেরা পরিচালক বিভাগে মনোনীত হয়েছেন শুধুই পুরুষরা।

Advertisement
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৮ ০০:৩৯
Share:

গ্রেটা ও প্যাটি

তুমুল সমালোচনার মুখে পড়েছেন বাফটা (ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস) পুরস্কারের বিচারকমণ্ডলী। পরপর পাঁচ বার, বাফটা-র সেরা পরিচালক বিভাগে মনোনীত হয়েছেন শুধুই পুরুষরা। যেখানে হলিউড যৌন হেনস্থার প্রতিবাদে সোচ্চার, মেয়েদের প্রতি নির্যাতনের প্রতিবাদে কালো পোশাক পরে গোল্ডেন গ্লোবের মঞ্চে উঠৈছেন কলাকুশলীরা, সেখানে এমন তালিকা কর্তৃপক্ষ কী ভাবে প্রকাশ করলেন? প্রশ্ন উঠেছে তা নিয়েও।

Advertisement

সেরা পরিচালকের মনোনয়ন তালিকায় প্রত্যাশা মতোই আছেন ক্রিস্টোফার নোলান (‘ডানকার্ক’), গিলের্মো দেল তোরো (‘দ্য শেপ অফ ওয়াটার’), মার্টিন ম্যাকডোনাঘ (‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’) প্রমুখ। কিন্তু বছরের অন্যতম জনপ্রিয় ছবি ‘লেডিবার্ড’-এর পরিচালক গ্রেটা গারউইগ-এর অনুপস্থিতি অনেকেরই চোখে পড়েছে। লন্ডনের অ্যালবার্ট হলের এই পুরস্কারের রেওয়াজ ব্রিটিশ দ্বীপপুঞ্জের ছবিগুলিকে অগ্রাধিকার দেওয়া। সে ক্ষেত্রে তালিকায় ঢুকতে পারতেন ‘ওয়ান্ডার উওম্যান’-এর পরিচালক প্যাটি জেনকিংস বা ‘মাডবাউন্ড’-এর ডি রিস। নেই তাঁরাও। বাফটা-র সাফাই, মনোনয়ন বাছার ক্ষেত্রে তেমন মহিলা পরিচালকই নাকি খুঁজে পাননি তারা! জানুয়ারিতে ‘গোল্ডেন গ্লোব’ পুরস্কারের পরিচালক তালিকাতেও মেয়েদের ঠাঁই হয়নি। পুরস্কার দিতে উঠে শ্লেষের গলায় নাটালি পোর্টম্যান বলেছিলেন, ‘‘সকল মনোনীত পুরুষ পরিচালকরা হলেন…’’ বাফটা-র মঞ্চে এই প্রতিবাদ ফের গর্জে ওঠে কি না, সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন