টালিগঞ্জে শুটিং বন্ধ নিয়ে প্রযোজকদের আজকের বৈঠক বাতিল

শৈবাল বলেন,‘‘প্রযোজকেরা একা কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না। এর সঙ্গে জড়িয়ে রয়েছেন প্রচুর মানুষ। এমনকি দর্শকও। যাঁরা দৈনিক পারিশ্রমিকের উপর নির্ভর করেন, তাঁদের মতামতও যথেষ্ট গুরুত্বপূর্ণ। সকলে সম্মত হলে তবেই শুটিং বন্ধের ঘোষণা করা হবে।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ মার্চ ২০২০ ১৫:৩৯
Share:

—ফাইল চিত্র।

কথা ছিল,সোমবার বিকেলে টালিগঞ্জের প্রযোজকেরা বৈঠকে বসে করোনা-আতঙ্কে শুটিং বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ঠিক কোন তারিখ থেকে এই রাজ্যে সিনেমা ও ধারাবাহিকের শুটিং বন্ধ রাখা হবে, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ারও কথা ছিল এখানে। কিন্তু এই বৈঠক আপাতত স্থগিত রাখা হয়েছে। যদিও এই বৈঠক বাতিলের সঙ্গে করোনার কোনও সম্পর্ক নেই বলে প্রোডিউসারস অ্যাসোসিয়েশনের সভাপতি শৈবাল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

Advertisement

তিনি বলেন, “বৈঠক স্থগিত হয়েছে বটে, তবে তা করোনার জন্য নয়। ফেডারেশনের পক্ষ থেকে আজ আর্টিস্ট, প্রযোজক এবং চ্যানেল কর্তৃপক্ষের কাছে শুটিং বন্ধের বিষয়ে তাঁদের মতামত জানতে চেয়ে মেল পাঠানো হয়েছে।’’ শৈবাল বলেন,‘‘প্রযোজকেরা একা কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না। এর সঙ্গে জড়িয়ে রয়েছেন প্রচুর মানুষ। এমনকি দর্শকও। যাঁরা দৈনিক পারিশ্রমিকের উপর নির্ভর করেন, তাঁদের মতামতও যথেষ্ট গুরুত্বপূর্ণ। সকলে সম্মত হলে তবেই শুটিং বন্ধের ঘোষণা করা হবে।”

পরিচালক রাজ চক্রবর্তী বললেন, “ফেডারেশন আমাদের মাদার বডি। আর্টিস্ট থেকে টেকনিশিয়ান, সকলের কাছে জানতে চাওয়া হয়েছে তাঁরা শুটিং বন্ধের বিষয় কী ভাবছেন? সকলের মেল আসুক। তারপর আমরা সবাই সিদ্ধান্ত নেব। তবে সন্ধেবেলা আমরা, টেলিভিশনের প্রযোজকরা নিজেদের মধ্যে বসছি।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন