Entertainment News

‘বাবা বলতেন, আমার লেখিকা হওয়া উচিত’

প্রথম ছবিতেই ছক্কা মেরেছিলেন তিনি। ১৯৯৫-এর সেই ছবি ‘বরসাত’-এর জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন। তবে আজ আর সিনেমা নয়, কলম হাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন টুইঙ্কল খন্না। এক দিকে তিনি যেমন রাজেশ খন্নার কন্যা। অন্য দিকে, অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৭ ১৬:০০
Share:

রাজেশ খান্না এবং টুইঙ্কল খান্না।ছবি:সংগৃহীত

প্রথম ছবিতেই ছক্কা মেরেছিলেন তিনি। ১৯৯৫-এর সেই ছবি ‘বরসাত’-এর জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন।

Advertisement

আরও খবর: পুনম পাণ্ডের অ্যাপ বন্ধ করল গুগল

তবে আজ আর সিনেমা নয়, কলম হাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন টুইঙ্কল খন্না। এক দিকে তিনি যেমন রাজেশ খন্নার কন্যা। অন্য দিকে, অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রী। সম্প্রতি টুইটারে টুইঙ্কল লিখেছেন, তাঁকে নিয়ে বাবার ইচ্ছার কথা? বড় হয়ে মেয়েকে কী হিসাবে দেখতে চান, সেই ইচ্ছার কথা।

Advertisement

টুইঙ্কলের টুইট।

সুপারস্টার রাজেশ চাইতেন, মেয়ে বড় হয়ে লেখিকা হোক। ছোট থেকেই টুইঙ্কলের লেখালেখির বড় শখ। লিখতেনও। তবে, তার বেশির ভাগই ছিল কবিতা। শুটিং থেকে ফিরে মেয়ের সাধের কবিতাগুলো পড়তে হত সুপারস্টারকে।

বাবাকে আদর মেয়ের সঙ্গে মা ডিম্পল।ছবি:সংগৃহীত

কবিতার খাতার পাতাগুলোয় পোকা লেগে গিয়েছিল। তাতে কী! তাও রাজেশ খন্না সেগুলো পড়তেন। যথেষ্ট গর্বও বোধ করতেন এই ভেবে যে, মেয়ের লেখালেখির দিকে ঝোঁক রয়েছে। আর সেই ঝোঁককেই আর একটু আস্কারা দিতে মেয়েকে লেখিকা হিসাবেই দেখতে চেয়েছিলেন রাজেশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement