প্রেমের গুঞ্জন

ঘনিষ্ঠ সূত্রের খবর, ক্রিস নাকি ডাকোটাকে তাঁর গানও পাঠান মতামত দেওয়ার জন্য।

Advertisement
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৭ ০০:১০
Share:

ক্রিস ও ডাকোটা

জনপ্রিয় ব্যান্ড ‘কোল্ডপ্লে’র ফ্রন্টম্যান ক্রিস মার্টিনের জীবনে এসেছে কেউ। তিনি কে? হলিউডে গুঞ্জন, ৪০ বছর বয়সি ক্রিস ডেট করছেন ‘ফিফটি শেডস অব গ্রে’ অভিনেত্রী ডাকোটা জনসনকে। গত মাসেই ইজরায়েলে নিক কেভের কনসার্টে তাঁদের দু’জনকে দেখা গিয়েছে। এক প্রত্যক্ষদর্শীর কথায়, ‘‘নিক কেভের সঙ্গে তাঁরা এসে দেখা করেন। কয়েক রকম স্টার্টার খেয়ে চলে যান। তবে ওদের যে একসঙ্গে দেখব, সেটা ভাবিনি।’’

Advertisement

ঘনিষ্ঠ সূত্রের খবর, ক্রিস নাকি ডাকোটাকে তাঁর গানও পাঠান মতামত দেওয়ার জন্য। আর একটি সূত্র বলছে, লস অ্যাঞ্জেলেসে প্রায়শই দেখা যাচ্ছে নতুন জুটিকে। ঘুরে বেড়াচ্ছেন রেস্তোরাঁতেও।

ক্রিস ও তাঁর বিচ্ছিন্না স্ত্রী গুইনেথ পালট্রোর ১৩ বছরের মেয়ে অ্যাপেল ও ১১ বছরের ছেলে মোজেস আছে। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর জেনিফার লরেন্স ও অ্যানাবেল ওয়াল্লিসের সঙ্গেও সম্পর্ক ছিল তাঁর। ডাকোটাও আগে ডেট করেছেন অভিনেতা জর্ডন মাস্টারসন, মডেল-গিটারবাদক ম্যাথিউ হিটকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement