Entertainment News

৪০০ কোটির ক্লাবে ‘দঙ্গল’

একেই বোধহয় বলে, ‘ব্যাক উইথ আ ব্যাং’। দু’বছরের প্রিপারেশনের পর পরীক্ষা দিয়েছিলেন আমির খান। মার্কশিট বলছে তিনি ফুল মার্কস পেয়েছেন। কারণ বক্স অফিসে এখন শুধুমাত্র চলছে আমিরি ‘দঙ্গল’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৭ ১৮:৩৪
Share:

‘দঙ্গল’-এর একটি দৃশ্যে আমির খান।

একেই বোধহয় বলে, ‘ব্যাক উইথ আ ব্যাং’। দু’বছরের প্রিপারেশনের পর পরীক্ষা দিয়েছিলেন আমির খান। মার্কশিট বলছে তিনি ফুল মার্কস পেয়েছেন। কারণ বক্স অফিসে এখন শুধুমাত্র চলছে আমিরি ‘দঙ্গল’।

Advertisement

আরও পড়ুন, ‘দঙ্গল’ নিয়ে রিয়েল কোচের অভিযোগের জবাব দিলেন আমির

প্রথম তিন দিনে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়াই একটা বড় বেঞ্চমার্ক ছিল। সেকেন্ড উইকেন্ডে ফের রেকর্ড গড়ল ছবিটি। ডোমেস্টিক কালেকশন থেকে ঘরে তুলল ২৭০ কোটি টাকা। গোটা বিশ্বের অঙ্ক ধরলে তা ছাড়িয়ে গিয়েছে ৪০০ কোটির বেঞ্চমার্ক। পরিচালক নীতীশ তিওয়ারি পর্দায় কুস্তিগীর মহাবীর সিংহ ফোগতের গল্প বলেছেন। বাস্তবে কুস্তিতে ন্যাশনাল চ্যাম্পিয়ন মহাবীর দুই মেয়ে গীতা ও ববিতাকে বিশ্বমানের খেলোয়ার তৈরি করতে চেয়েছিলেন। তিনি সফল। মহাবীরের এই কঠিন লড়াইকেই পর্দায় ফুটিয়ে তুলেছেন আমির খান। ২০১৬-তে বক্স অফিস কালেকশনে ‘দঙ্গল’-এ ঠিক পরেই রয়েছে সলমন খানের ‘সুলতান’। ছবিটির ডোমেস্টিক কালেকশন ৩০০ কোটির কিছু বেশি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement