Entertainment News

দাউদের বোনের ‘লভ লাইফ’-এর ছবি প্রকাশ্যে

প্রথম যখন দাউদের বোনের অনস্ক্রিন ছবি প্রকাশ্যে নিয়ে এলেন শ্রদ্ধা কপূর তখনই চমকে উঠেছিল সিনে দুনিয়া। সৌজন্যে তাঁর আসন্ন ছবি ‘হাসিনা’। এই ছবিতে তিনি আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বোনের চরিত্রে অভিনয় করছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুন ২০১৭ ১৪:৩০
Share:

এই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবি: টুইটারের সৌজন্যে।

ঠিকই পড়ছেন। তবে বাস্তবে নয় তা ফিল্মি পর্দায়।

Advertisement

প্রথম যখন দাউদের বোনের অনস্ক্রিন ছবি প্রকাশ্যে নিয়ে এলেন শ্রদ্ধা কপূর তখনই চমকে উঠেছিল সিনে দুনিয়া। সৌজন্যে তাঁর আসন্ন ছবি ‘হাসিনা’। এই ছবিতে তিনি আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বোনের চরিত্রে অভিনয় করছেন। এ বার সেই ছবি থেকেই শেয়ার করলেন দাউদের বোনের ‘লভ লাইফ’-এর ছবি।

এতদিন শ্রদ্ধাকে রোমান্টিক নায়িকা হিসেবে দেখেছেন দর্শক। ঠিক যেন পাশের বাড়ির মেয়ে। তবে এ বার একেবারে ভোল বদল। ‘হাসিনা’য় তাঁর চরিত্রটি যথেষ্ট চ্যালেঞ্জিং। তিনি রয়েছেন দাউদের বোনের ভূমিকায়। তাঁর স্বামী ইসমাইল পার্কার ১৯৯১-তে অরুণ গাউলির দলের হাতে খুন হওয়ার পর অন্ধকার জগতে হাতেখড়ি হয় দাউদের এই বোনের। ছবিতে ইসমাইলের চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুর ভাটিয়া।

Advertisement

আরও পড়ুন, বিয়ের আগেই ‘লিভ ইন’ করছেন সায়নী-সোমরাজ?

শ্রদ্ধার কথায়, ‘‘প্রথমে অফারটা পেয়ে ভেবেছিলাম, এটা কি আমার করা উচিত? ছবিতে ১৫-৪৫ বছর বয়স পর্যন্ত আমাকে দেখানো হবে। ফলে অনেক লুক চেঞ্জ রয়েছে। এই প্রথম এমন একটা চরিত্রে অভিনয় করছি যাতে অনেক শেডস রয়েছে। সব মিলিয়ে খুব উত্তেজিত আমি।’’

এ ছবিতেই দেখা যাবে শ্রদ্ধার রিয়েল লাইফ ভাই সিদ্ধান্ত কপূরকে। সব কিছু ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে আগামী ১৪ জুলাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement