Dev’s Byomkesh

দেবের ছবিতে দেবেশ! রহস্যময় চরিত্র রহস্যেই রাখতে চাইলেন অভিনেতা

শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ‘দুর্গরহস্য’ অবলম্বনে নতুন ব্যোমকেশ নিয়ে আসছেন দেব। সে ছবিতেই এক ‘রহস্যময়’ চরিত্রে দেখা যাবে দেবেশকে। শুটিং করছেন গোয়ালিয়রে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ মে ২০২৩ ১৫:২৩
Share:

দেবের ছবিতে ‘রহস্যময়’ চরিত্রে দেখা যাবে দেবেশকে। ছবি: সংগৃহীত।

পরিচালকের আসন ছেড়ে মাঝেমধ্যেই তিনি উঠে আসেন মঞ্চে। মুখে বলেন, ‘অভিনয় করতে ভাল লাগে না’, এ দিকে তাঁকে দিব্যি ভাল লাগে অন্য পরিচালকদের। অর্পিতা ঘোষের পরিচালনায় পিরানদেল্লো রচিত নাটকের বাংলা রূপান্তর ‘তুমি ঠিক যদি ভাবো তুমি ঠিক’-এ সম্প্রতি মন জয় করেছেন অভিনেতা দেবেশ চট্টোপাধ্যায়। নিজের নতুন নাটক ‘খোক্কস’-এর পরিচালনার পাশাপাশি অর্পিতার শোয়েও দাপিয়ে বেড়াচ্ছেন জনপ্রিয় পরিচালক। তবে এ বার শুধু মঞ্চে নয়, থাকছেন বড় পর্দাতেও।

Advertisement

শরদিন্দু বন্দ্যোপাধ্যায় চরিত ‘দুর্গরহস্য’ অবলম্বনে নতুন ব্যোমকেশ নিয়ে আসছেন দেব। সূত্রের খবর, সে ছবিতেই এক ‘রহস্যময়’ চরিত্রে দেখা যাবে দেবেশকে। আপাতত শহর ছেড়ে শুটিংয়ে রয়েছেন গোয়ালিওরে। আনন্দবাজার অনলাইনের তরফে দেবেশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু খোলসা করতে চাইলেন না।

Advertisement

দেবেশের সাম্প্রতিক ফেসবুক পোস্টেও গোয়ালিয়রের রাস্তাঘাট। শুটিংয়ের ফাঁকে সহ-অভিনেতা তথা বন্ধু শঙ্কর দেবনাথের সঙ্গে মজাদার এক মুহূর্তে দেখা গেল তাঁকে। শঙ্কর জড়িয়ে আছেন এক গরুকে। দেবেশ জড়িয়েছেন শঙ্করকে। সেই পোস্টে রহস্যের গন্ধ পেলেন অনেকেই। তবে দেবের ব্যোমকেশে ঠিক কোন ভূমিকায় দেবেশকে দেখা যাবে, তা নিয়ে রহস্যের উন্মোচন হয়নি।

ইতিমধ্যেই ব্যোমকেশ হিসাবে নিজের লুক প্রকাশ করেছেন দেব। তাঁর ছবিতে অজিত হবেন অম্বরীশ ভট্টাচার্য— এ খবরও প্রকাশ্যে এসেছে। সত্যবতীর চরিত্রে রুক্মিণী মৈত্রের লুক এখনও আড়ালে রাখা হয়েছে। কলকাতায় দেব তাঁর ব্যোমকেশের শুটিং শেষ করে আউটডোরের কাজ শুরু করেছেন। এই ছবির অনেকটা জায়গা জুড়ে রয়েছে মধ্যপ্রদেশ। সেখানকার বিভিন্ন লোকেশনে শুটিং চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন