অ্যায় দিল হ্যায় মুশকিল

সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও ক্যামেরার সামনে তাঁরা পরস্পরের সঙ্গে আগের মতোই সাবলীল। সম্প্রতি এক অনুষ্ঠানে বলিউডের সফল জুটির অতুলনীয় রসায়ন দেখে আরও এক বার মুগ্ধ হলেন তাঁদের ভক্তকুল।

Advertisement
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৮ ০০:০০
Share:

রণবীর-দীপিকা

বলিউডে একটা সময় ছিল যখন সম্পর্ক ভেঙে গেলে সেই জুটি একে অপরের সঙ্গে আর কাজ করতে চাইতেন না। নতুন প্রজন্মের তারকারা সেই ধারা ভেঙেছেন। আর তার প্রথম কৃতিত্ব বোধহয় রণবীর কপূর ও দীপিকা পাড়ুকোনের প্রাপ্য। সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও ক্যামেরার সামনে তাঁরা পরস্পরের সঙ্গে আগের মতোই সাবলীল। সম্প্রতি এক অনুষ্ঠানে বলিউডের সফল জুটির অতুলনীয় রসায়ন দেখে আরও এক বার মুগ্ধ হলেন তাঁদের ভক্তকুল।

Advertisement

দীপিকা পরেছিলেন মাস্টার্ড রঙের ফ্লেয়ার্ড টপ। তার সঙ্গে বয়ফ্রেন্ড জিনস। রণবীর পরেছিলেন নীল রঙের থ্রি পিস স্যুট। দু’জনেই একে অপরের থেকে চোখ সরাতে পারছিলেন না।

মঞ্চে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র হিট গান ‘বলম পিচকারি’র তালে পা মেলালেন নয়না-কবীর। তবে অনুষ্ঠানের তার বাঁধা ছিল অন্য গানে। দীপিকার সামনে হাঁটু গেড়ে বসে রণবীর লিপ মেলালেন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর টাইটেল ট্র্যাকের সঙ্গে। তার পরই হাততালির ঝড় প্রেক্ষাগৃহে। দুই প্রাক্তনের মুখেই হাসি। ক্যামেরার সামনে একে অপরকে জড়িয়েও ধরলেন তাঁরা।

Advertisement

ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, প্রাক্তনের সঙ্গে এই মিলমিশ শুধুই বন্ধুত্ব? দু’জনে একসঙ্গে তো র‌্যাম্পেও হাঁটছেন!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement