—প্রতিনিধিত্বমূলক চিত্র।
নতুন বছরকে স্বাগত জানাতে আগের দিন সন্ধ্যা থেকেই ভিড় জমেছিল কলকাতার একাধিক নাইট ক্লাব ও বারে। নিক্কো পার্কের কাছে একটি ক্লাবেও বুধবার রাতে ভিড় জমিয়েছিলেন অনেকে। সেখানেই খাবার নিয়ে বচসা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছোয় যে সামাল দিতে আসতে হয় বিধাননগর (দক্ষিণ) থানার পুলিশকে।
বুধবার সন্ধ্যা থেকেই ভিড় জমেছিল মহানগরের বিভিন্ন জায়গায়। পার্ক স্ট্রিট, পাটুলি-সহ বিভিন্ন জায়গায় নেমেছিল মানুষের ঢল। বিভিন্ন নাইট ক্লাব ও বারেও ছিল ইংরেজি বর্ষবরণের হিড়িক। সেই উদ্যাপনের মাঝেই নিক্কো পার্কের কাছে একটি ক্লাবে খাবার নিয়ে বচসা। যা সামাল দিতে নতুন বছরের প্রাক্কালেই আসতে হল পুলিশকে।